অসমিয়া সিনেমা ‘হইহবতে ধেমালিতে’ (ইংরেজিতে রেনবো ফিল্ডস)-এর মুকুটে নয়া পালক। গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়েছিল এই ছবির। আজ শুক্রবার নন্দনে দেখানো হল এই ছবি।
সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিদ্যুত্ কটকি। তাঁর কথায়, “এটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। অসম জায়গাটা আমি সবথেকে ভাল চিনি। তাই এই জায়গার বিষয় নিয়েই সিনেমা তৈরি করলাম।’’ এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সুপারমডেল দীপান্বিতা শর্মা এই ছবির মাধ্যমেই অসম সিনেমায় ডেবিউ করলেন।
১৯৮০-এ অসমের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি শিশুর মানসিক সঙ্কটই এই ছবির প্রধান বিষয়। ভিক্টর, দীপান্বিতা ছাড়াও নকুল বৈদ্য, নাভেদ আসলাম ও নিপন গোস্বামীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।