Advertisement
E-Paper

প্রাক্তনকে ফিরে পেতে বা কাজে উন্নতি করতে, কালা জাদুতে নাম জড়িয়েছে পাঁচ অভিনেত্রীর

কিছু মানুষ আজও জুড়ে রয়েছেন কুসংস্কারের সঙ্গে। এমনই একটি বিষয় হল ‘কালা জাদু’ বা তুকতাক। বলিউডের মতো চাকচিক্যে ভরা দুনিয়াতেও বার বার উঠে এসেছে এই বিতর্কিত বিষয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ০৯:০৩
From Kangana to Kiara Advani these five actresses were accused of doing black magic

কালা জাদুতে নাম জড়িয়েছে কঙ্গনা, কিয়ারার মতো অভিনেত্রীরও। ছবি: সংগৃহীত।

যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু কিছু মানুষ আজও জুড়ে রয়েছেন কুসংস্কারের সঙ্গে। এমনই একটি বিষয় হল কালা জাদু বা তুকতাক। বলিউডের মতো চাকচিক্যে ভরা দুনিয়াতেও বার বার উঠে এসেছে এই বিতর্কিত বিষয়। দেখে নেওয়া যাক কোন কোন বলি অভিনেত্রীদের দিকে উঠে এসেছে কালা জাদু বা তুকতাক করার অভিযোগ।

১) কঙ্গনা রনৌত: যে কোনও বিতর্কিত বিষয়ে তাঁর নাম জড়িয়ে যায়। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন দাবি করেছিলেন, কঙ্গনা নাকি তাঁর উপরে কালা জাদু করেছেন। সম্পর্কে থাকাকালীন নানা ভাবে তন্ত্রসাধনার সঙ্গে নাকি জড়িয়ে থাকতেন অভিনেত্রী। পরবর্তী কালে রসিকতা করে এই মন্তব্যের উত্তর দিয়েছিলেন কঙ্গনা। তাঁর দাবি ছিল ডাইনি বিদ্যা একটি পুরাতন বিষয়। তাই ঘুরিয়ে এই ডাইনি বিদ্যার সমর্থন করেছিলেন তিনি।

২) কিয়ারা আডবাণী: সিদ্ধার্থ মলহোত্রের উপর নাকি কালা জাদু করেছিলেন কিয়ারা। এমন অভিযোগ করেছিলেন সিদ্ধার্থেরই দুই অনুরাগী। সেই দুই অনুরাগী দাবি করেছিলেন, কিয়ারা নাকি কালো জাদু করেছেন সিদ্ধার্থের উপর। অভিনেতার এমনই অবস্থা যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অধিকারও তাঁর নেই। তবে এই গুজবে কান দেননি তারকা দম্পতির কেউই।

৩) রিয়া চক্রবর্তী: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁকে প্রায় দোষী সাব্যস্ত করে দিয়েছিল নেটপাড়া। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তো ছিলই। এমনকি অভিযোগ ছিল, তিনি নাকি প্রয়াত অভিনেতার উপরে ‘কালা জাদু’ করেছিলেন। পরে এই প্রসঙ্গে রিয়া নিজেই বলেছিলেন, “আমি মাঝেমধ্যে নিজেই মজা করে বলি, আমি অলৌকিক শক্তির অধিকারিণী। একটা ঘরে ঢুকেই আমি উপস্থিত মানুষকে দুই ভাগে ভাগ করে নিই। একদল মানুষ আমায় বলে, আমি ডাইনি, আমি কালা জাদু করি। অন্য দলের মানুষ আমায় দেখে সাহসী ও শক্তিশালী বলে। কারা কী ভাবছেন, আমি মুহূর্তে বুঝতে পারি।”

৪) পায়েল রোহতগি: ২০২২ সালে পায়েল নিজেই স্বীকার করেছিলেন, তিনি বশীকরণ পুজো করেছেন কর্মক্ষেত্রে উন্নতি করার জন্য। তবে নানা রকমের তন্ত্রসাধনা করলেও মনের মতো ফলাফল তিনি পাননি।

৫) দিব্যাঙ্কা ত্রিপাঠী: শরদ মলহোত্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর। তার পরে মনও ভেঙে যায় তাঁর। যে ভাবেই হোক ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য উঠেপড়ে লাগেন দিব্যাঙ্কা। তিনি নাকি কালা জাদুর মাধ্যমেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক জোড়া লাগেনি।

Kangana Ranaut Kiara Advani Divyanka Tripathi Rhea Chakraborty Payal Rohatgi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy