Advertisement
E-Paper

বিক্রমের ‘পারিয়া’, মেগান মার্কলের বিলাসী জীবন, এই সপ্তাহে ওটিটি-র পর্দায় কে কাকে টেক্কা দেবে?

অতিমারির পর থেকে পাল্লা দিয়ে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা। প্রতি সপ্তাহেই থাকছে নিত্যনতুন গল্প। আগামী সপ্তাহে ওটিটি জুড়ে কোন ছবি বা সিরিজ় দেখতে পারেন রইল তার তালিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:০৪
ওটিটির পর্দায় কারও ছবি, কারও সিরিজ়!

ওটিটির পর্দায় কারও ছবি, কারও সিরিজ়! গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

অতিমারির পর থেকে বিনোদনের সংজ্ঞায় অনেকটাই বাঁকবদল ঘটেছে। একটা সময় সিনেমাকে রীতিমতো টক্কর দিত টিভির পর্দা। অতিমারির সময় থেকে ধীরে ধীরে চাহিদা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ়ের। তেমনই পাল্লা দিয়ে বেড়েছে প্ল্যাটফর্মের সংখ্যাও। প্রতি সপ্তাহেই থাকছে নিত্যনতুন গল্প। আগামী সপ্তাহে ওটিটি জুড়ে কোন ছবি বা সিরিজ় দেখতে পারেন, রইল তার তালিকা।

উইথ লভ মেগান: হলিডে সেলিব্রেশন

ব্রিটেনের রাজবাড়ির ছোট রাজপুত্র হ্যারি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে। মেগান ব্রিটিশ না হওয়ার কারণে এই বিয়ের পর থেকেই ধীরে ধীরে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে হ্যারি ও মেগানের। শেষমেশ হ্যারি ও মেগান দুই পুত্রসন্তানকে নিয়ে নিজেদের সংসার পেতেছেন ক্যালিফোর্নিয়ার মনটেসিটো শহরে। এই ডিসেম্বর মাসটা ছুটি কাটান তাঁরা। এই মাসে বড়দিন। তার পরই নতুন বছরের হুল্লোড় শুরু। এই সবটা কী ভাবে করেন, বাড়ি সাজান কী ভাবে, সবটাই দেখাবেন রাজবধূ মেগান। ইংল্যান্ড থেকে দূরে আমেরিকায় কেমন সংসার পেতেছেন, এই সিরিজ়ে সেটাই দেখা যাবে। সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে।

স্টিফেন

এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। গোমতী শঙ্কর অভিনীত একটি অপরাধধর্মী সিরিজ়। এটি মূলত একটি সিরিয়াল কিলারের গল্প। যার শুরুটা হবে ৯টি মেয়ের অন্তর্ধানের ঘটনা থেকে। অপরাধধর্মী হলেও ক্রমশ এই সিরিজ় খুলে দেবে মনস্তত্ত্বের একটা নতুন দিক।

পারিয়া

তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। সে বছর যে ক’টি বাংলা ছবি মোটের উপর ভাল ব্যবসা দিয়েছিল তার মধ্যে ‘পারিয়া’ অন্যতম। প্রশংসিত হয়েছিল বিক্রমের অভিনয়। একই সঙ্গে একাংশের মত ছিল, প্রয়োজনের তুলনায় নাকি বেশি রক্তারক্তি দেখানো হয়েছে এই ছবিতে। পরিচালক পথকুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা দিতে চেয়ে ছবিটি তৈরি করেছিলেন। এটি দেখা যাবে জ়ি ফাইভের পর্দায়।

দ্য গার্লফ্রেন্ড

এটি তেলুগু ভাষার ছবি। ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল ৭ নভেম্বর। বক্স অফিসে ভাল ফল করে এই ছবি। এ বার মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকেরাও। ইংরেজি সাহিত্যের ছাত্রী ভুমা দেবী প্রেমে পড়ে আত্মকেন্দ্রিক একটি ছেলে বিক্রমের। বিক্রম সর্বক্ষণ তার প্রেমিকাকে চালনা করতে চায়। কী ভাবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে মেয়েটি, এই গল্পই বলেছে ছবিটি। ৫ ডিসেম্বর থেকে এটি দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়।

Vikram Chatterjee Megan Markle OTT platform Web Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy