Advertisement
E-Paper

‘সি-সেকশন আরামদায়ক’, প্রসব সম্পর্কে সুনীলের মন্তব্যে পাল্টা ঝাঁঝালো আক্রমণ গওহরের!

সি-সেকশন পদ্ধতিতে সন্তানের জন্ম নাকি আরমদায়ক! সুনীল শেট্টির মন্তব্যের পর ফুঁসে উঠলেন গওহর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:২৮
Gauahar Khan slams Suniel Shettys comment on C section birth

‘সি-সেকশন’ মন্তব্যে সুনীলকে কোন পাঠ দিলেন গওহর? ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুলের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০২৩ সালে। চলতি বছর মার্চ মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি-সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি।”

সুনীলের এই মন্তব্যেকেই ‘ভ্রান্ত’ বলে দেগে দিয়েছেন অভিনেত্রী গওহর খান। শুধু তা-ই নয়, অভিনেত্রী সাফ জানান, যে কোনও ভাবেই হোক সন্তান জন্মের প্রক্রিয়া কষ্টদায়কই।

সুনীলের এমন মন্তব্যের পর থেকে বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে। পরে অবশ্য ক্ষমা চাইতেও বাধ্য হন অভিনেতা। এ বার সুনীলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন গওহর। অভিনেত্রীর নিজের এক বার গর্ভপাত হয়েছে। তাই গওহর বলেন, “শুনলাম বলিউডের এক খ্যাতনামী বলেছেন বলেছেন সি-সেকশন আরামদায়ক! যিনি কখনও প্রসববেদনা সহ্য করেননি তিনি এটা কী ভাবে বলছেন? সি-সেকশন কতটা যন্ত্রনাদায়ক জানেন কি?’’

গওহর অবশ্য কোথাও সুনীলের নাম করেননি। তিনি বলেন, “আমি একটা সোজাসাপটা কথা বলতে চাই, স্বাভাবিক প্রসব বা সি-সেকশন করানো কোনও মহিলার হাতে থাকে না। কিছু মহিলা স্বাভাবিক ভাবে প্রসব করতে পারেন, আবার কেউ পারেন না। সহজ পথ হিসাবে মহিলারা সি সেকশন বেছে নেন, এটা একটি মিথ।’’ এরই পাশপাশি গওহর প্রশ্ন তোলেন একজন নারী কী ভাবে সন্তানের জন্মদিচ্ছেন সেটা জানার এতই বা আগ্রহ কেন মানুষের?

গওহর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সি-সেকশনের সাহায্যে। সেটা যে খুব আরামদায়ক ছিল না, তা জানেন তিনি।

Gauahar Khan Suniel Shetty Cesarean birth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy