কথা রেখেছেন তিনি। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় গত সপ্তাহেই জানিয়েছিলেন, শিশুদিবসে সামনে আসবে তাঁর নতুন ছবির পোস্টার। শনিবার সেই পোস্টার প্রকাশ্যে এল।
লকডাউন পর্বে টানা এতগুলো দিন ঘরবন্দি হয়ে কী ভাবে কাটাল ‘ভুটু’ আর ‘চিনি’? একে অপরের দূরে থেকে নিশ্চয়ই ভীষণ বোর হয়েছে! তারই উত্তর দিতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করছেন ‘হামি ২’। পরিচালকদ্বয়ের দাবি, লকডাউনের পটভূমিকায় বাংলায় এটাই প্রথম ছবি। শিবপ্রসাদের কথায়, ‘‘নন্দিতাদি লকডাউনকে লকড করতেই লিখেছেন নতুন চিত্রনাট্য। ‘হামি ২’ মুক্তি পাবে আগামী বছর।’’ এ দিন পোস্টার দেখা গেল, লাল টুকটুকে কচি ঠোঁট সুরক্ষিত মাস্কে।
ছবি এখনও ফ্লোরে যায়নি। উইন্ডোজ প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। যদি তত দিনে অতিমারি-পরিস্থিতির উন্নতি না হয়, তা হলে নতুন বছরে কাজে হাত দেওয়া হবে। ব্রত, তিয়াসা ছাড়াও আরও কয়েক জন শিশু শিল্পী অভিনয় করবে। সকলের নিরাপত্তার দিক মাথায় রেখে ওই সংস্থার আশ্বাস, অক্ষরে অক্ষরে সরকারি নির্দেশিকা মানা হবে। তা ছাড়া, বাড়তি সাবধানতা অবশ্যই থাকবে বাচ্চাদের জন্য। সতর্কতা এবং সুস্থতার কারণে তাই অভিনেতার সংখ্যাও কম হবে।
২০১৮-য় ‘হামি’ তুমুল জনপ্রিয় হওয়ার পর তারই সিক্যুয়েল হিসেবে এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল ‘জুনিয়র পণ্ডিত’-এর। যেখানে পুরনো অভিনেতাদের সঙ্গে নতুন সংযোজন ছিলেন এক এবং অদ্বিতীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতিমারি তাতেও ‘টুইস্ট’ এনেছে। এই ছবি ‘হামি’র ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসবে পরে। আপাতত লকডাউনের গল্প নিয়ে আসছে ‘হামি ২’, এমনটাই জানালেন নন্দিতা-শিবপ্রসাদ। এই ছবিতে ‘ভুটু’ আর ‘চিনি’ ছাড়াও থাকবে ‘লাল্টু বিশ্বাস’, ‘মিতালি’, ‘কাউন্সিলর’-সহ একাধিক চেনা চরিত্র। অনিন্দ্য চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন গানের সুর নিয়ে।
বাচ্চাদের জন্য ছবি। তবে কি গরমের ছুটিতেই মুক্তি পাবে ‘হামি ২’? এ বিষয়ে এখনই কথা দিচ্ছেন না পরিচালক জুটি। ২০২১-এ উইন্ডোজ প্রোডাকশনের প্রথম মুক্তি ‘বেলা শুরু’। তার পরে আসবে ‘হামি ২’।