Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হর্ষালি এখনই ‘বিগ স্টার’

এই মুহূর্তে সে একজন বিগ স্টার। কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়েছে যাকে নিয়ে, সে এই ছবির শিশু-তারকা হর্ষালি মলহোত্র! সাত বছর বয়সের এই অভিনেত্রীকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত দর্শককুল যে, ছবির নায়ক সলমন খান অথবা নায়িকা করিনা কপূর খান অনেক সময়েই ফুটেজ হারাচ্ছেন!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০০:০১
Share: Save:

এই মুহূর্তে সে একজন বিগ স্টার। কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়েছে যাকে নিয়ে, সে এই ছবির চাইল্ড-আর্টিস্ট হর্ষালি মলহোত্র! সাত বছর বয়সের এই অভিনেত্রীকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত দর্শককুল যে, ছবির নায়ক সলমন খান অথবা নায়িকা করিনা কপূর খান অনেক সময়েই ফুটেজ হারাচ্ছেন!

‘বজরঙ্গি ভাইজান’-এর কাহিনির কেন্দ্রে রয়েছে এক সাত বছরের মূক বালিকা। মুন্নি নামের এই মেয়েটি পাকিস্তান থেকে ভারতে চলে আসে। তাকে তার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায় নিজের কাঁধে তুলে নেয় পবনকুমার চতুর্বেদী ওরফে ‘বজরঙ্গি’ নামের এক যুবক। এ হেন মুন্নির ভূমিকায় হর্ষালি যে চূড়ান্ত সফল— সে কথা আম দর্শক থেকে শুরু করে স্টার দর্শক সবাই এক বাক্যে স্বীকার করছেন। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হর্ষালি জানাল তার মনের কথা।

হর্ষালির কথায়, সে সলমন আঙ্কলের মতো ‘বিগ স্টার’ হতে চায়। তার মা কাজল জানালেন, তিনি একবার কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবড়ার সঙ্গে দেখা করেছিলেন। কিছু দিন পরে মুকেশ তাঁকে জানান যে, হর্ষালি ‘বজরঙ্গি’-র জন্য মনোনীত হয়েছে। সলমন যে এই ছবির হিরো, সেটা অবশ্য তখনও জানতেন না মলহোত্র পরিবার! পরে তা জানতে পেরে তাঁরা অভিভূত হয়ে যান। তার পর?

শুটিং-স্পটে সলমন-হর্ষালির বন্ধুত্ব জমে ওঠে দারুণ। হর্ষালি জানাল, সলমন আঙ্কল তার সঙ্গে বারবি গেম খেলেছে, টেবিল টেনিস খেলেছে। কবীর আঙ্কলের কোলে বসেও সে বারবি গেম খেলেছে। করিনা আন্টির কাজের চাপ ছিল, তাই তিনি ততটা সময় দিতে পারেননি।

এখানেই শেষ নয়! সলমনের সঙ্গে হর্ষালির সম্পর্ক এতটাই আবেগময় হয়ে ওঠে যে, সলমন যখন অ্যাকশন দৃশ্যে অভিনয়রত অথবা ইমোশন্যাল দৃশ্যে অবতীর্ণ, হর্ষালি তখন হাউমাউ করে কেঁদেছে। কেমন করে যেন ‘বজরঙ্গি’-র শুটিং তার কাছে হয়ে উঠেছিল আবেগের এক মহাক্ষেত্র।

তা, এর পরে কী করতে চলেছে ছোট্ট এই নায়িকা? হর্ষালির মা জানালেন, তাঁর কন্যা এখন অভিনয়েই থিতু হতে চায়। তবে ৫-১০ মিনিটের রোল নয়, চরিত্রের গুরুত্ব বুঝেই সে অভিনয় করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE