হেমা মালিনী কিংবা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী— কেউই কখনও তাঁদের অন্দরের সংঘাত নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে হেমা জানান, তাঁর দুই মেয়ে ঈশা ও অহনা এবং ধর্মেন্দ্রের প্রথম পক্ষের দুই ছেলে সানি ও ববি একজোট হয়েই ছিলেন সব সময়ে। শেষজীবনের অনেকটা সময় লোণাবলার খামারবাড়িতে থাকতেন অভিনেতা। সেটিকে নিয়ে দেওলদের কী পরিকল্পনা?
আরও পড়ুন:
মুম্বইয়ের বাসভবনের তুলনায় নিজের খামারবাড়িতে থাকতেই বেশি ভালবাসতেন ধর্মেন্দ্র। নাতি-নাতনিদের সঙ্গে প্রকৃতির মাঝে সময় কাটাতেন। সেখানে বেশির ভাগ সময় সঙ্গে থাকতেন তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। ধর্মেন্দ্রের মৃত্যুর পরে তাঁর আলাদা আলাদা স্মরণসভা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, অভিনেতার সম্পত্তি নিয়ে কি খুব শীঘ্রই সৎ ভাই-বোনদের মধ্যে শুরু হবে সংঘাত? তবে নিন্দকদের উদ্দেশে হেমা জানিয়েছেন, ধর্মেন্দ্রের খামারবাড়িকে সংগ্রহশালা করা হবে।
হেমার কথায়, ‘‘ধরমজির খামারবাড়িটা তাঁর পছন্দের জায়গা। সেটিকে সংগ্রহশালা করার পরিকল্পনা রয়েছে সানির। আমার বিশ্বাস, সানি সেটা করবে।’’ পাশপাশি অভিনেত্রী জানান, মাসদেড়েক পেরিয়ে গিয়েছে, এখন ধর্মেন্দ্রের সঙ্গে তাঁর পুরনো ছবি ও ভি়ডিয়ো দেখে সময় কাটাচ্ছেন। হেমার কথায়, ‘‘আসলে ওঁর সঙ্গে কাটানো সময়, রান্না করার সময়, খাওয়াদাওয়ার সময়, সব কথা খুব মনে পড়ে। পুরনো ভিডিয়োগুলো দেখলে চোখ ছলছল করে ওঠে।’’ তবে হেমা জানান, তিনি মানুষ হিসাবে বেশ শক্ত।