স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। গত বছরের শেষ থেকেই ক্যানসারের সঙ্গে তার এই লড়াই চলছে। যদিও তাঁর আদৌ ক্যানসার হয়েছে কি না, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। নিন্দকদের অবশ্য পাত্তা দিতে নারাজ হিনা। কেমোথেরাপি শুরু হওয়ার পরে চুল পড়ে যাওয়ার ভয়ে আগেভাগে নিজেই চুল কেটে দিয়েছেন হিনা। পরচুলা পরেই প্রতিনিয়ত টিভি ও বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকে।
আরও পড়ুন:
এই মুহূর্তে ‘পতি পত্নী পঙ্গা’ নামক একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। সেখানেই একটি খেলায় চুল কাটার প্রসঙ্গ আসতেই আবেগতাড়িত হয়ে পড়েন হিনা। একই অবস্থা অনুষ্ঠানের সঞ্চালিকা সোনালি বেন্দ্রের। খেলার নিয়ম অনুযায়ী, দর্শকের মধ্যে থেকে একজনকে নিজের চুল কেটে ফেলার জন্য রাজি করাতে হবে প্রতিযোগী রুবিনা দিলায়েককে। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শককে রাজি করিয়েও ফেলেন রুবিনা। তিনি নিজের চুল দান করেন ক্যানসার আক্রান্তদের পরচুলা তৈরির জন্য। এমন মুহূর্তে কেঁদে ফেলেন হিনা। আবেগঘন হয়ে পড়েন সোনালিও।
হিনা ওই দর্শককে বলেন, ‘‘প্রতিদিন পরচুলা পরি, তুমি জানো না কী উপকার করলে! আমার এই চুলটা অন্য কারও দান।’’ যদিও নিজেকে খানিক সামলে নিয়ে তিনি বলেন, ‘‘আসলে তোমার থেকেও সুন্দর, তোমার এই মনটা।’’