পুজোর আর ৩৫ দিন। অতিমারির দাপটে রাস্তা, শপিং মল কার্যত শুনশান। যদিও মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে মাস্ক মুখে, অতিমারিকে সঙ্গে নিয়েই পা ছোঁয়া জলে দাঁড়িয়ে তর্পণ সেরেছে বাঙালি। আবাহন জানিয়েছে দেবীপক্ষের। এই ভিড়ে তারকারা সামিল নন। নুসরত জাহান, মিমি চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী, মনামী ঘোষ, মধুমিতা সরকার, অপরাজিতা আঢ্যরা উদযাপন সেরেছেন সোশ্যাল মিডিয়ায়।
সুদূর দুবাই থেকে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দেবী প্রতিমার মুখের ছবি পোস্ট করে ‘দাদা’ বলেছেন, ‘‘প্রতি বছরই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনি। এ বছরের ‘মহিষাসুরমর্দিনী’ গত ছয় মাসের জমে থাকা সমস্ত অবসাদ যেন মুছে দিল। মায়ের শক্তিতে আবারও আমি সেই পুরনো ‘আমি।’’
তবে বাজিমাৎ করেছেন অমিতাভ বচ্চন। ‘বাংলার জামাইবাবু’ সকাল সকাল ইনস্টাগ্রামে বাংলাকে জানিয়েছেন, ‘শুভ মহালয়া।’