নির্ঘাৎ প্রেমে পড়েছেন অম্বরীশ ভট্টাচার্য, বলছে টলিপাড়া! প্রেম টিকিয়ে রাখতেই নাকি পাঁচ মাসে ১৪ কিলো ওজন ঝরিয়ে ফেলেছেন। আরও কষ্ট স্বীকার করছেন অভিনেতা। যিনি খেতে ভালবাসেন তিনি খাওয়া ছেড়েছেন! বিরিয়ানি, ভাজাভুজি দেখলে নিজেকে কিছুতেই সামলাতে পারতেন না অম্বরীশ। একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, “প্রেমের জন্য খাবারের প্রতি এই প্রেম কমবে না। তাতে প্রেম থাকুক বা না থাকুক।” এও দাবি ছিল, তাঁকে ভালবাসতে গেলে তাঁর এই চেহারাকেই ভালবাসতে হবে।
সেই অম্বরীশ বিরিয়ানি, মিষ্টি, মাংস নাকি ছুঁয়ে দেখছেন না! কী হল তাঁর?
জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অম্বরীশ প্রেমের কথা স্বীকার করেছেন। “হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নিজের প্রেমে মগ্ন। নিজেকে ভাল রাখতে এত কিছু করছি”, বক্তব্য তাঁর। বলিউডে সম্প্রতি ওজন ঝরানোর নজির ভূরি ভূরি। কর্ণ জোহর, কপিল শর্মা, বাদশা, সাজিদ নাদিয়াদওয়ালা, রাম কপূর— তালিকা কিন্তু বাড়ছেই। অম্বরীশও কি সেই দলে নাম লেখালেন? প্রশ্ন শুনে হেসে ফেললেও একেবারে অস্বীকার করেননি তিনি।
ফেব্রুয়ারি থেকে জুলাই— পাঁচ মাসে ১৪ কিলো ওজন ঝরেছে। অভিনেতা জানিয়েছেন, আরও ঝরাবেন!
আরও পড়ুন:
নিজের প্রেমে মত্ত অম্বরীশ বিরিয়ানি, মাংস, ভাজাভুজি, তেলমশলা দিয়ে রাঁধা খাবার, মিষ্টি, চিনি, নুন আর খাচ্ছেন না। খাবারের পরিমাণও কমিয়ে দিয়েছেন। আগের মতো আর ভরপেট খান না। এ ছাড়া, শরীরচর্চা আছেই। ওজন ঝরিয়ে দারুণ খুশি তিনি।
ইন্ডাস্ট্রির বাকিরা তাঁকে চিনতে পারছেন? কী বলছেন তাঁরা? “প্রত্যেকে যেমন অবাক তেমনই খুশি”, বললেন অম্বরীশ। নায়িকা বান্ধবীরা, বিশেষ করে রিমঝিম মিত্র? প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে জোরে হেসে ফেলেছেন অভিনেতা। বলেছেন, “সবটাই মজার ছলে ঘটেছিল। কারও সঙ্গে কিচ্ছু নেই আমার। নায়িকারা আমার খুব ভাল বন্ধু।”