Advertisement
E-Paper

কারও সাতপাক! তারকাসন্তানদের হাতেখড়ি, বিয়ের পরে প্রথম পুজো! টলিউড জমজমাট বসন্ত পঞ্চমীতে

জ চক্রবর্তী, অশোক ধানুকা, অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থার পুজোয় তারকাদের আনাগোনা। তুলনায় কি অনাড়ম্বর শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির উদ্‌যাপন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:০৯
বাগ্‌দেবীর আরাধনায়  মা-বাবার সঙ্গে দেব।

বাগ্‌দেবীর আরাধনায় মা-বাবার সঙ্গে দেব। ছবি: ফেসবুক।

বাংলা বিনোদনদুনিয়ার বাগ্‌দেবীর আরাধনা কেমন হওয়া উচিত? সাবেকি বা আধুনিক ধাঁচের প্রতিমা, তাঁকে ঘিরে পুজোর আয়োজন। আর তারকাদের আনাগোনা। কয়েক জন তারকা নিজের বাড়িতেও ধুমধাম করে পুজোর আয়োজন করেন।

টলিউডের ২০২৬-এর সরস্বতীপুজো কি তেমন ভাবে উদ্‌যাপিত হল? কয়েকটি প্রযোজনা সংস্থার পুজোয় উপস্থিত ছিল আনন্দবাজার ডট কম। কিছু ছবি, ঝলক এসেছে হাতে। সেই ছবি এবং ঝলক অনুযায়ী, গত বছরের উন্মাদনায় এ বছর যেন খানিক ভাটা পড়েছে। একই ভাবে একাধিক তারকাসন্তানের হাতেখড়িও হয়েছে এ দিন। বেশ কিছু প্রযোজনা সংস্থায় যেমন রুপোলি পর্দার খ্যাতনামীদের আনাগোনা ছিল।

সরস্বতীপুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-আরিয়ান ভৌমিক।

সরস্বতীপুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-আরিয়ান ভৌমিক। ছবি: সংগৃহীত।

বছর দুই আগেও শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির প্রযোজনা সংস্থার সরস্বতী আরাধনা তাক লাগাত টলিউডের। ইন্ডাস্ট্রির ‘হু’জ় হু’দের জৌলুসে উদ্‌যাপন তারকাখচিত। এ বছর একদম ঘরোয়া ভাবে পুজোর আয়োজন সেখানে। উপস্থিত ছিল টিম ‘বিজয়নগরের হিরে’। সরস্বতীপুজোয় ছোটদের মনোরঞ্জনের জন্য ‘সন্তু-কাকাবাবু’কে ফিরিয়ে এনেছেন দুই প্রযোজনা সংস্থা। এ দিন সেই দুই চরিত্রাভিনেতা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (কাকাবাবু), আরিয়ান ভৌমিক (সন্তু) উপস্থিত ছিলেন।

প্রযোজনা সংস্থার অফিসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী।

প্রযোজনা সংস্থার অফিসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী। নিজস্ব ছবি।

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সরস্বতীপুজো বেশ পরিচিত। এ দিন তারকাদম্পতির কন্যা ইয়ালিনির হাতেখড়ি হয়েছে। রাজ আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “আগের দিন থেকে শাড়ি পরা অভ্যাস করেছে ওইটুকু মেয়ে! আলতা পরে খুব খুশি। পুরোহিতমশাই কিছু বলার আগেই নিজে নিজে সংখ্যা বলে গিয়েছে! খুব উপভোগ করেছে।” মেয়েকে শাড়ি পরে দেখে বাবা রাজ আবেগে ভাসলেন? রাজের ঠোঁটে স্নেহের হাসি। জানালেন, মেয়েকে দেখে মন ভরে গিয়েছে তাঁর। এ দিন তাঁদের প্রযোজনা সংস্থার অফিসে যেন তারার হাট। শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, ঊষসী রায়-সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ বছর সরস্বতীপুজোর দিন মুক্তি পেয়েছে রাজ পরিচালিত ছবি ‘হোক কলরব’। এ দিন টিম ‘হোক কলরব’-এর উন্মাদনা ছিল দেখার মতো।

প্রযোজক অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থার অফিসের পুজো।

প্রযোজক অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থার অফিসের পুজো। ছবি: সংগৃহীত।

প্রযোজক অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থাতেও প্রতি বছর অভিনেতারা আসেন। এ বছর এসেছিলেন পরিচালক অভিজিৎ সেন, অঙ্কিতা মল্লিক, জিৎ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই। প্রযোজকের কথায়, “সারা বছর আমরা দেবীর আরাধনা করি। এ দিন তাঁর থেকে আগামী দিনে এগিয়ে চলার আশীর্বাদ নিই।” এ বছরের শীতে মুক্তি পাবে তাঁর ছবি ‘টনিক ২’। ছবি যাতে হিট্‌ হয়, তার আশীর্বাদও চাইলেন? স্মিত হেসে তাঁর জবাব, “সারা বছর সকলের ছবি যাতে ভাল ব্যবসা করে সেই প্রার্থনাই করেছি।”

গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ এবং তাঁদের একমাত্র পুত্র ধীর।

গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ এবং তাঁদের একমাত্র পুত্র ধীর। ছবি: সংগৃহীত।

এ দিন হাতেখড়ি হয় আর এক জনপ্রিয় অভিনেতা দম্পতির একমাত্র পুত্রের। ঋদ্ধিমা ঘোষ-গৌরব চক্রবর্তীর ছেলে ধীর এ দিন প্রথম লিখল দেবীর সামনে।

অশোক ধানুকার প্রযোজনা সংস্থার অফিসে ইশা সাহা, সাহেব ভট্টাচার্য, তিতিক্ষা দাস, অনন্যা চট্টোপাধ্যায়,

অশোক ধানুকার প্রযোজনা সংস্থার অফিসে ইশা সাহা, সাহেব ভট্টাচার্য, তিতিক্ষা দাস, অনন্যা চট্টোপাধ্যায়, ছবি: সংগৃহীত।

এ দিন অশোক ধানুকা, হিমাংশু ধানুকার প্রযোজনা সংস্থাতেও অভিনেতাদের আনাগোনা। নিমন্ত্রণরক্ষা করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, ইশা সাহা, সাহেব ভট্টাচার্য-সহ অনেকেই।

সপরিবার যশ দাশগুপ্ত, বাড়ির পুজোয় মনামী ঘোষ।

সপরিবার যশ দাশগুপ্ত, বাড়ির পুজোয় মনামী ঘোষ। ছবি: সংগৃহীত।

নিজেদের বাড়িতে বাগ্‌দেবীর আরাধনার করেছিলেন নুসরত জাহান-যশ দাশগুপ্ত। ছোট্ট ঈশানকে কোলে নিয়ে এ দিন দেবীর সামনে প্রার্থনা জানান তারকাযুগল। মনামী ঘোষও এ দিন নিজের হাতে পুজোর আয়োজন করেছিলেন।

বিয়ের আনন্দে মাতোয়ারা মধুমিতা সরকার।

বিয়ের আনন্দে মাতোয়ারা মধুমিতা সরকার। ছবি সংগৃহীত।

সরস্বতীপুজোয় অন্তত একটি বিয়ে হবেই। এ দিন সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা সরকার-দেবমাল্য চক্রবর্তী। পুজোর আনন্দ নয়, দুই বাড়ি বরং মাতোয়ারা বিয়ের আনন্দে।

সস্ত্রীক অভিষেক বসু।

সস্ত্রীক অভিষেক বসু। ছবি: সংগৃহীত।

বিয়ের পরে প্রথম পুজো। এ বছর তাই একসঙ্গে সময় কাটাতে দেখাতে গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় দম্পতি অভিষেক বসু-শার্লি মোদক। অভিনেত্রী নিজেকে সাজিয়েছিলেন হলুদ শাড়িতে। অভিষেক বরাবর সাদা পোশাকে স্বছন্দ। ছবি ভাগ করে নিয়ে অভিনেতার দাবি, “বৌয়ের সঙ্গে প্রথম সরস্বতীপুজো। যেন দ্বাদশ শ্রেণির ছাত্র!”

Dev Raj Chakrabarty Atanu Roychowdhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy