Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bollywood

চরিত্রের প্রয়োজনে অন্ধকারেই থাকতে হয়েছিল হৃতিককে

বক্স অফিসে মহেঞ্জোদারো মুখ থুবড়ে পড়ার পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না হৃতিকের। সঙ্গে চলছিল কঙ্গণা রানাওতের সঙ্গে বাকযুদ্ধ। জীবনের এমনই এক টালমাটাল সময়ে মুক্তি পায় 'কাবিল' এর ট্রেলর। দৃষ্টিহীন দম্পতির জীবনের লড়াই নিয়ে গড়ে উঠেছে 'কাবিল'।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১১:৪৩
Share: Save:

বক্স অফিসে মহেঞ্জোদারো মুখ থুবড়ে পড়ার পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না হৃতিকের। সঙ্গে চলছিল কঙ্গণা রানাওতের সঙ্গে বাকযুদ্ধ। জীবনের এমনই এক টালমাটাল সময়ে মুক্তি পায় 'কাবিল' এর ট্রেলর। দৃষ্টিহীন দম্পতির জীবনের লড়াই নিয়ে গড়ে উঠেছে 'কাবিল'। ট্রেলরে দেখা মেলে এক অন্য হৃতিকের । আর তাঁর সঙ্গ দিয়েছেন ইয়ামি গৌতম।

চরিত্রে কোনও ফাঁক না রাখতে ঘণ্টার পর ঘণ্টা হৃতিক সময় কাটিয়েছেন দৃষ্টিহীন মানুষজনের সঙ্গে। আঁধারির মধ্যে থেকে তাঁদের জীবনযাপন, ভাবধারাকে আগলে নিজের করে তুলেছেন জুনিয়র রোশন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে হৃতিক জানিয়েছেন, ' চোখ বন্ধ থাকলে অন্য অঙ্গগুলো কেমন যেন নিজে থেকেই চারপাশটাকে অনুভব করতে সাহায্য করে। আর এখন যদি আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমি অন্ধকারে নিজের বাড়িতে সব কিছু খুব সহজেই খুঁজে পেয়ে যাব।'

রাকেশ রোশন প্রযোজিত, সঞ্জয় গুপ্তা পরিচালিত 'কাবিল' আগামী বছরের ২৬ শে জানুয়ারী মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন...
কেন আলিয়ার থেকে দূরে থাকছেন শাহরুখ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaabil Hrithik Roshan Stayed in Dark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE