কবি ১৯৮। গায়ক মাত্র ৪৮। সাল আলাদা। কাকতালীয় ভাবে ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত আর রূপম ইসলামের জন্মদিন। ছোট থেকেই বিষয়টি নিয়ে সচেতন শিল্পী। সকাল থেকে ব্যস্ত তাঁর সংগঠন ‘ব্লাড মেটস’ সহ নানা সংস্থা আয়োজিত রক্তদান শিবির নিয়ে। দুপুরে তিনি কবি-স্মরণ করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘শৈশবে পড়া তাঁর জীবনীগ্রন্থটি আমায় উপহার দিয়েছিল বন্ধু দেবাশিস ঘোষ। আশ্চর্যের বিষয়, আমি এই জীবনীটি পড়ে সমানে কাঁদতাম। আর লড়াইয়ের শক্তি পেতাম।’
নিজের সময়ের থেকে এগিয়ে থাকা কবির জন্মদিনে তাঁর জন্ম। বিষয়টি কী ভাবে দেখেন রূপম?