Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Ileana D'Cruz

বিবাহবিচ্ছেদের পর অন্তঃসত্ত্বা ইলিয়ানা! কুমারীত্ব খুইয়েছিলেন কবে? জবাব অভিনেত্রীর

নাম জড়িয়েছে ক্যাটরিনার তুতোভাইয়ের সঙ্গে। এর মাঝেই সন্তানসম্ভবা হওয়ার খবর জানালেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। কবে কুমারীত্ব হারান, সে নিয়ে কৌতূহলের অন্ত নেই।

Ileana d\\\' Cruz pregnancy news: once she was asked when did she lose her virginity

সন্তানসম্ভবা ইলিয়ানা কুমারীত্ব নিয়ে প্রশ্ন, পাল্টা জবাব অভিনেত্রীর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৯:৪২
Share: Save:

সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। আচমকা অভিনেত্রীর মা হওয়ার খবর ঘোষণায় চমকে গিয়েছিলেন অনেকেই। বার বার প্রশ্ন উঠছে, কে তাঁর সন্তানের বাবা? সমাজমাধ্যমে একাধিক নীতিপুলিশরা শুরু করেছেন তাঁদের মতামত জানাতে। তবে এখনও পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী। বছর কয়েক আগে পর্যন্তও অজ়ি প্রেমিক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। তাঁকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা। ২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। পথ আলাদা হয় তাঁদের। গত বছর নতুন এক তথ্য প্রকাশ্যে আসে।

শোনা যায়, অভিনেত্রী ক্যাটরিনা কইফের তুতোভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তাঁর। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে চর্চিত যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? জানতে কৌতূহলী নেটাগরিকরা। তবে এই জল্পনার মাঝে অভিনেত্রী পুরনো একটি সাক্ষাৎকার ফিরে ফিরে আসছে। যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কোন বয়সে কুমারীত্ব হারান তিনি?

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন করায় ইলিয়ানা বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন। তিনি বলেন, ‘‘লোকের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোই কি শেখানো হয়েছে আপনাকে?’’ অল্প কথায় মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। ‘বরফি’, ‘রুস্তম’, ‘রেড’-এর মতো ছবিতে রণবীর কপূর, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তাবড় অভিনেতাদের পাশে তাঁর কাজ নজর কেড়েছে দর্শক ও অনুরাগীদের। সেই ইলিয়ানা ডি’ক্রুজ়ের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE