অবশেষে চলে এল শুভক্ষণ। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। লাল বেনারসিতে ইমন মুড়েছেন নিজেকে। সারা শরীর জুড়ে রয়েছে সোনার গয়না। অন্য দিকে নীলাঞ্জন ঘিয়ে রঙা পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বর!
ছাদনাতলায় একে অপরের দিকে তাকিয়ে মুগ্ধ বর-কনে। চার দিক থেকে উলুধ্বনির মাঝে একে অপরের গলায় মালা পরিয়ে শুরু করলেন বিয়ের আচার অনুষ্ঠান।বন্ধু অভিষেক রায় কনেকে কোলে করে বরের চারদিকে ঘুরিয়ে আনলেন। ভালবাসার মানুষের সঙ্গে শুরু নতুন জীবন। উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না নীলাঞ্জন। পুরোহিত মশাইয়ের মন্ত্র পড়ার মাঝেই কাঁধ নাচিয়ে কিছুটা নেচে উঠলেন তিনি। ইমনের মুখে মৃদু হাসি।
এর পরেই বিয়ের পিঁড়িতে বসেন বর-কনে। ইমনের মাথা ঢাকা হল লাল লজ্জাবস্ত্রে। তাঁর সিঁথিতে সিঁদুর তুলে দিলেন নীলাঞ্জন।