Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Iman Chakraborty

স্বামীর জন্মদিনে জ্বরে শুয়ে ইমন, বৌকে খাওয়াতে খুন্তি হাতে রান্নাঘরে নীলাঞ্জন

স্বামীর জন্মদিনে অসুস্থ ইমন, তার মধ্যেই বিশেষ দিনে স্বামীকে নিয়ে কী কী পরিকল্পনা ইমনের, জানালেন আনন্দবাজার অনলাইনকে।

স্বামীর জন্মদিনে ইমনের পরিকল্পনা।

স্বামীর জন্মদিনে ইমনের পরিকল্পনা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৪৬
Share: Save:

উষ্ণতা বাড়ছে শহর কলকাতার। গরমে কাবু শহরবাসী। বৈশাখের তপ্ত দিনেই স্বামী নীলাঞ্জন ঘোষের জন্মদিন। আর এমন দিনেই গায়িকা ইমন চক্রবর্তী শুয়ে রয়েছেন জ্বরে। সারা বছরই দু’জনে ব্যস্ত। সময় পান ঘড়ি ধরে। তাই আনন্দ উদ্‌যাপনের মুহূর্তগুলো কোনও ভাবেই মিস্ করতে চান না গায়িকা। জ্বর হয়েছে ঠিকই, তার মধ্যেই বিশেষ দিনে স্বামীকে নিয়ে কী কী পরিকল্পনা ইমনের, তা জানালেন আনন্দবাজার অনলাইনকে।

বিয়ের বয়স তিন বছর। সমাজমাধ্যমের পাতায় তাঁদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন ইমন। গায়িকা যতটা বর্হিমুখী, তাঁর স্বামী ততটাই অর্ন্তমুখী। সময় বিশেষে তিনি নাকি কঠোরও হতে পারেন। দু’জনে বিপরীত মেরুর মানুষ হয়েও কাছাকাছি এসেছেন বন্ধুতার কারণে, এ কথা বিভিন্ন সময় নিজেই জানিয়েছেন গায়িকা। স্বামী নীলাঞ্জনের জন্মদিনে অসুস্থ গায়িকা। তাই নিজের জন্মদিনে রান্না করছেন নীলাঞ্জনই। দুপুরে পরিবারের সকলে মিলে মধ্যাহ্নভোজ সারবেন তাঁরা। ইমনের কথায়, ‘‘আমি পয়লা বৈশাখে অনুষ্ঠান করতে গিয়েছিলাম, তার পর থেকেই শরীরটা খারাপ। যদিও কাল রাত থেকেই আমরা নীলাঞ্জনের জন্মদিনের উদ্‌যাপন শুরু করি। সকাল থেকে জ্বরে আমি শুয়ে। নীলাঞ্জন নিজেই রান্না করছে, সেটাই আমরা খাব।’’

তবে অসুস্থতার মধ্যেও স্বামীর জন্য প্রথম বার পায়েস রেঁধেছেন গায়িকা। আর উপহার হিসেবে দিয়েছেন বাদ্যযন্ত্র ‘হ্যান্ড ড্রাম’। কলকাতায় পাওয়া যায় না, কিন্তু সৌভাগ্যবশত পেয়ে গিয়েছেন। ইমন বললেন, ‘‘আসলে কাল রাতে যখন কেক কাটা হয়, তখনই ও বুঝতে পেরেছিল। তবু এমন একটা ভাব করছে, কী হচ্ছে আমি জানি না তো! আসলে আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো আমি মিস্ করতে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE