Advertisement
২৭ এপ্রিল ২০২৪
coronavirus

আচমকাই জ্বর, জিতু কমল কোভিড পজিটিভ?

অভিনেতার দাবি, বাইরে তিনিও যান। জিম করতে বা অন্য দরকারে। ফলে, তিনিও সংক্রমণ বহন করতেই পারেন।

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতেই তিনি কোভিড টেস্টের পরামর্শ দেন। ছবি: সংগৃহীত

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতেই তিনি কোভিড টেস্টের পরামর্শ দেন। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৩:০৮
Share: Save:

এই জিজ্ঞাসা বেড়ে দ্বিগুণ জিতু কমলের ইনস্টাগ্রামের সৌজন্যে। সেখানে কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন একটি ভিডিয়ো ক্লিপিং। দেখা গিয়েছে, কোভিড টেস্ট হচ্ছে তাঁর।

জিতু করোনায় আক্রান্ত?

জানতে আনন্দবাজার ডিজিটাল কথা বলেছিল অভিনেতার সঙ্গে। জিতু জানালেন, দিন দুই আগে আচমকাই ১০২ জ্বর। স্বাদ চলে গিয়েছিল মুখের। অসহ্য মাথা ব্যথাও ছিল। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতেই তিনি কোভিড টেস্টের পরামর্শ দেন। যদিও জ্বর নেই আপাতত। চিকিৎসকের ধারণা, জিতু ভাইরাল ফিভারে আক্রান্ত।

মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মাসখানেক আগে তাঁকে দেখা গিয়েছিল রামের ভূমিকায়। তাছাড়া, জিতু লকডাউনের আগে-পরে স্টুডিয়ো পাড়ায় পা রাখেনইনি। তাহলে? অভিনেতার বক্তব্য, ‘‘আমি ক’দিন ধরেই মাত্রাতিরিক্ত জিম করেছি। প্রচণ্ড গরম লাগায় বাড়ি ফিরে রাতে স্নান করেছি। এসিতে শুয়েছি। মনে হচ্ছে তারই ফলাফল। তবে নিশ্চিত ভাবে বলতে পারব রিপোর্ট পাওয়ার পর।’’

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal) on

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal) on

আরও পড়ুন: রাজকে কতটা ভালবাসেন? আচমকা ছবি পোস্ট করে জানালেন শুভশ্রী

স্ত্রী নবনীতা স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’-এর তারা মা। তাঁকে রোজই স্টুডিয়ো যেতে হয়....থামিয়ে দিয়ে অভিনেতার দাবি, বাইরে তিনিও যান। জিম করতে বা অন্য দরকারে। ফলে, তিনিও সংক্রমণ বহন করতেই পারেন।

আরও পড়ুন: গুলদস্তা: ফুলের নয় এই পথ

আগামী দিন নিয়ে কী ভাবছেন জিতু? সাফ জবাব, এক্ষুণি কোনও মেগার কাজ করবেন না। কথা চলছে নতুন ছবির। সেটিও এখন প্রাথমিক স্তরে। অতিমারি একটু না থিতোলে তিনি নতুন কোনও কাজে হাত দিতে চাইছেন না। ‘‘কারণ, আমার অ্যাজমা আছে। নবনীতার সুস্থতার কথা ভেবেই আপাতত শ্যুটিং থেকে দূরে আমি’’, জবাব জিতু কমলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE