একদিকে প্রতিবাদ। অন্য দিকে, সেই প্রতিবাদের জেরে অস্তিত্ত্বসঙ্কট। দীপিকা পাড়ুকোন আপাতত এই বিপরীতমুখী পরিস্থিতির মুখোমুখি । সম্প্রতি মা হয়েছেন তিনি। মেয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের দুনিয়াতেও ফিরতে চলেছেন। এখানেই সমস্যা। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ ‘পিকু’ অভিনেত্রী। গুঞ্জন, এই নিয়েই নাকি পরিচালকদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। যে কারণে সন্দীপ রেড্ডি ভঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। সমস্যার এখানেই কিন্তু শেষ নয়। অসমর্থিত সূত্রের খবর, একই কারণে এ বার নাকি দীপিকার উপরে বিরূপ আরও এক প্রথম সারির পরিচালক নাগ অশ্বিনও!
গুঞ্জন সঠিক হলে তাঁর ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকেও নাকি বাদ পড়তে চলেছেন নায়িকা।
দীপিকাকে নিয়ে এত দিন কোনও পরিচালকের কোনও বক্তব্য ছিল না। বরং নায়িকার পরিশ্রম করার মানসিকতাকে সকলে কুর্নিশ করতেন। শোনা যাচ্ছে, মেয়ের জন্মের পর সেই দীপিকার মনে হয়েছে, পেশাজীবন যত খানি তাঁর থেকে মনোযোগ বা সময় আশা করে ঠিক ততটাই তাঁর মেয়েও। তিনি মেয়েকে নিজের হাতে বড় করতে চান। পাশাপাশি এও শোনা গিয়েছে, তিনি ‘অ্যানিম্যাল’খ্যাত সন্দীপের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। ছবির লভ্যাংশের কিছুটাও তাঁর প্রাপ্য— এমন বক্তব্যও নাকি রেখেছেন পরিচালকের কাছে। যা সন্দীপের ভাল লাগেনি। তিনি দীপিকার জায়গায় তৃপ্তি ডিমরীকে বেছে নিয়েছেন। এক, তৃপ্তি দীপিকার মতো বেশি দর হাঁকেননি। পাশাপাশি, ছবির লভ্যাংশের থেকেও কিছু দাবি নেই তাঁর।
আরও পড়ুন:
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, একই বিষয় নিয়ে নাগ অশ্বিনের সঙ্গেও জটিলতা তৈরি হয়েছে দীপিকার। ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসন-সহ তাবড় তারকার উপস্থিতি। সেখানে দীপিকার নানা আপত্তি কি কানে তুলবেন পরিচালক? প্রশ্ন উঠেছে বলিউডে। পাশাপাশি, এ ভাবে একের পর এক ছবি যদি হাতছাড়া হয়ে যায়, অন্য নায়িকারা যদি তাঁর জায়গায় অভিয়ের সুযোগ পেয়ে যান, সেটাও কি ভাল হবে দীপিকার পক্ষে? এমন সম্ভাবনাও নাকি উড়িয়ে দিচ্ছে না দীপিকার ঘনিষ্ঠ মহল।