গত শীতে আশীর্বাদ, বাগ্দান ও আইনি বিয়ে সেরেছেন অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে। আগামী বছরের গোড়ায় আচার-অনুষ্ঠান পালন করে ধুমধাম বিয়ে তাঁর। অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র আনন্দবাজার ডট কমকে প্রথম জানিয়েছিলেন এ কথা। প্রিয়াঙ্কার সাম্প্রতিক কয়েকটি ছবি বলছে, বাস্তবে নাকি অন্য কিছু ঘটেছে। কাকপক্ষীকে টের পেতে না দিয়ে তিনি নাকি সে পর্বও সেরে ফেলেছেন। সিঁদুররাঙা সিঁথি। লাল বেনারসী, গয়নায় সুন্দর করে সেজেছেন। লজ্জাবস্ত্রে ঢাকা মুখ। আড়াল সরিয়ে মিষ্টি হেসে উঁকি দিচ্ছেন অভিনেত্রী! তাঁর কপালে ভালবাসার চুম্বন এঁকে দিয়েছেন শুভ্রজিৎ।
বিয়ে হওয়ার কথা শীতে। হঠাৎ বর্ষায় কেন এগিয়ে এল সেই অনুষ্ঠান?
আনন্দবাজার ডট কমের প্রশ্নে হেসে ফেলেছেন প্রিয়াঙ্কা। বলেছেন, “অনেকেই এই ভুল করছেন। ভুয়ো খবর ছড়িয়েছে, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। এ দিকে দম ফেলার সময় নেই আমার।” অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত দু’টি ধারাবাহিকে। সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে তিনি দ্বিতীয় নায়িকার চরিত্রে। স্টার জলসায় তাঁকে দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তে। এখানে তিনি দাপুটে খলনায়িকা ‘পরমেশ্বরী’।
আরও পড়ুন:
প্রিয়াঙ্কার কথায়, “খলনায়িকা হতে খুব ভাল লাগে। মনের মতো করে অভিনয়ের সুযোগ পাওয়া যায়।” এ সবের ফাঁকেই তিনি আর শুভ্রজিৎ একটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করলেন। সেখানে তাঁদের বিয়ে দেখানো হয়েছে। যা দেখে তোলপাড় টেলিপাড়া। এও যোগ করেছেন, যতই আইনি বিয়ে সেরে ফেলুন, শুটিংয়ে সত্যিকারের সিঁদুর ব্যবহার করেননি তাঁরা। আবির দিয়ে সিঁথি রাঙানো হয়েছিল অভিনেত্রীর।
তাঁর কথা অনুযায়ী বিয়ের আর সাত মাস বাকি। কেনাকাটা শুরু করেছেন দুই পরিবার?
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের বাড়িতে শাঁখা-পলা কেনা দিয়ে বিয়ের বাজার শুরু হয়। সোনায় বাঁধানো সেই দুই অলঙ্কার কিনেছেন আপাতত। “কাজের চাপে এর বেশি কিছু কিনে উঠতে পারিনি। তবে বিয়েতে লাল বেনারসী, সোনার গয়না, চন্দন, ফুলের সাজ— কিচ্ছু বাদ দেব না। সমস্ত আচার-অনুষ্ঠান পালন করব।”