সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এর কাজ। লম্বা ‘টাইম লিপ’ পেরিয়ে গল্পে নতুন মোড় এসেছে। এই ধারাবাহিকে দীর্ঘ দিন নায়ক ‘অনিরুদ্ধ বসু’র চরিত্রে দেখা গিয়েছে ক্রুশল আহুজাকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, কাজ শেষের আগেই নাকি পরের কাজের ডাক পেয়ে গিয়েছেন তিনি। ‘ঝনক’-এ তাঁর অংশের কাজ শেষ হতেই বিরতি না নিয়ে তিনি ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। শোনা যাচ্ছে, এ বার তাঁকে দেখা যাবে বলিউডের হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় কার্যকরী পরিচালক পালকি মলহোত্রর প্রথম ধারাবাহিকের নায়ক হিসেবে।
‘দিল মিল গ্যয়া’, ‘দিল দোস্তি ডান্স’, ‘অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কহি’— একাধিক জনপ্রিয় ধারাবাহিকের কার্যকরী পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পালকি। এ বার তিনি নতুন ভূমিকায়, ধারাবাহিকের প্রযোজনায়। সব ঠিক থাকলে সেখানেই দেখা যাবে ক্রুশলকে। যদিও ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল ক্রুশলের সঙ্গে। তিনি ফোনে সাড়া দেননি।
আরও পড়ুন:
এ দিকে, আরব সাগর পেরিয়ে গঙ্গাপারে ক্রুশলের খবর ছড়াতেই প্রশ্ন জেগেছে, অভিনেতা কি পাকাপাকি ভাবে বলিউডেই কাজ করবেন?
জানা সম্ভব হয়নি। তবে তাঁর সাম্প্রতিক পেশা জীবনের গ্রাফ বলছে, ক্রুশলের শেষ বাংলা ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। ২০১৯ সালে শুরু হয়ে ধারাবাহিকটি শেষ হয়েছিল ২০২১ সালে। তার পর তিনি আর বাংলা ধারাবাহিকে কাজ করেননি। ওই বছরেই তাঁর প্রথম হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মঞ্ঝা’। প্রযোজক সুশান্ত দাস। ২০২৩ সালে তাঁর দ্বিতীয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’। ক্রুশল অভিনীত তৃতীয় ধারাবাহিকটিও হিন্দিতে। তাই এ ধরনের গুঞ্জন।