দম ফেলার ফুরসত নেই রচনা বন্দ্যোপাধ্যায়ের। ‘দিদি নং ১’ রিয়্যালিটি শো-এর সঙ্গে সমান্তরাল ভাবে চলছে রাজনীতি। শুটিংয়ের পাশাপাশি শাসকদলের হুগলির সাংসদকে সারা ক্ষণ তাই ব্যস্ত থাকতে হয় রাজনৈতিক কর্মকাণ্ডেও। টেলিপাড়ার নিন্দকদের রটনা, এটাই নাকি তাঁর কাজের প্রতি নিষ্ঠা আগের তুলনায় কিছুটা হলেও কমিয়েছে।
যেমন, আগের মতো করে তিনি আর সঞ্চালনা করতে পারছেন না। অন্যতম কারণ, তিনি এখন রাজনৈতিক মুখ। তিনি আগে অনেক কথা অনায়াসে বলতে পারতেন। এখন সেটা আর নাকি তাঁর পক্ষে সম্ভব নয়। একই কারণে প্রতিযোগিনীরাও আর মন খুলে নিজেদের কথা নাকি জানাতে পারছেন না! এ-ও শোনা যাচ্ছে, দুটো কাজ সমান্তরাল ভাবে সামলানোর ফলে তিনি নাকি বিশ্রাম পাচ্ছেন কম। ফলে, তাতেও সম্ভবত মনোযোগের ব্যাঘাত ঘটছে। ছাপ পড়ছে রেটিং চার্টে।
সত্যিই কি এ রকম কিছু ঘটছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল রিয়্যালিটি শো-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তিনিই ২০০০ সালে প্রথম রিয়্যালিটি শো-টি আনেন। তিনি ফোনে সাড়া দেননি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক টেলিপাড়ার জনৈক ব্যক্তিত্বের দাবি, কিছুটা হলেও মানসিকতায় নাকি বদল এসেছে ‘দিদি নং ১’ সঞ্চালিকার। সেটেও নাকি অনেকে একই কথা আলোচনা করছেন। তবে রচনা কিন্তু শুটিংয়ে অনুপস্থিত থাকেন না। পাশাপাশি, গত দু’সপ্তাহেও রিয়্যালিটি শো-টি রেটিং চার্টে ‘শো স্টপার’।
কানাঘুষোয় এ-ও উঠে আসছে, নিজস্ব দলের হাতে বিষয়টি ছেড়ে দিয়ে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রচনা। তাঁর সাময়িক অনুপস্থিতিও নাকি ছাপ ফেলেছে। শোনা যাচ্ছে, বিষয়টি পরিচালকের নজর এড়ায়নি। হাল ফেরাতে তিনিও আদাজল খেয়ে উঠেপড়ে লেগেছেন।