Advertisement
E-Paper

জুতোর ফিতে বেঁধে দিলেন আনন্দ, তা হলে সন্তানসম্ভবা সোনম?

বিয়ের পর থেকেই কবে মা হচ্ছেন, এ প্রশ্নে জেরবার হতে হয়েছে দীপিকা পাড়ুকোনকে। এ বার সেই প্রশ্নই সোনমকেও করতে শুরু করলেন নেটিজেনরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৯:৩২
সোনম-আনন্দের এই ছবিই ভাইরাল হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সোনম-আনন্দের এই ছবিই ভাইরাল হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছেন সোনম কপূর। নীচে বসে তাঁর জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন স্বামী আনন্দ আহুজা। এ হেন ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের জুতোর ফিতে কেন নিজে বাঁধলেন না সোনম? তা হলে কি তিনি সন্তানসম্ভবা? এ হেন প্রশ্নে জেরবার হতে হচ্ছে দম্পতিকে।

বিয়ের পর থেকেই কবে মা হচ্ছেন, এ প্রশ্নে জেরবার হতে হয়েছে দীপিকা পাড়ুকোনকে। এ বার সেই প্রশ্নই সোনমকেও করতে শুরু করলেন নেটিজেনরা। এই প্রসঙ্গে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেছেন দীপিকা। সোনমও সেই পথেই হাঁটতে পারেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

যদিও এ ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন ‘সিন্ডারেলা মোমেন্ট’। কেউ কেউ আনন্দের কাজের প্রশংসাও করেছেন। আবার কেউ বা ছবিতে খুঁজে পেয়েছেন আনন্দের বেবি বাম্প!

আরও পড়ুন, ‘কণ্ঠ’ই সম্পদ, কিন্তু তা যদি হারিয়ে যায়...

কিন্তু আসল সত্যিটা কী? না! তা নিয়ে এখনও মুখ খোলেননি দম্পতি।

Maybe your mom may not approve it but will you help your wifey. Ofcourse you will if you love and respect her ❤️❤️❤️. #anandahuja who is a huge shoes freak with fashionista wife #sonamkapoorahuja today in the capital. Good to see @nimishshift

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Sonam Kapoor Bollywood Celebrities আনন্দ আহুজা Anand Ahuja সোনম কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy