স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীর পার্থক্য বুঝতে পারছেন না জাহ্নবী কপূর! সম্প্রতি এমন অভিযোগ উঠল ‘পরম সুন্দরী’ ছবির অভিনেত্রীর বিরুদ্ধে। কটাক্ষে বিদ্ধ হলেন জাহ্নবী। জন্মাষ্টমী উপলক্ষে ‘দহি হান্ডি’ উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। শনিবার মুম্বইয়ের ঘটকোপারের এই অনুষ্ঠানে গিয়েই বিতর্কে জড়ান তিনি।
অনুষ্ঠানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন জাহ্নবী। তাঁর সঙ্গে এই দিন ছিলেন বিজেপি সাংসদ রাম কদম। হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণ নাম করেননি জাহ্নবী। তাঁর কণ্ঠে ‘ভারত মাতার জয়’ ধ্বনি শোনা যায়। তা শুনেই অবাক নেটাগরিক। তাঁরা দেশপ্রেমের সঙ্গে জন্মাষ্টমীর হাঁড়ি ভাঙার যোগ খুঁজতে শুরু করে দেন!
ভিডিয়ো ভাইরাল হতেই জাহ্নবীর দিকে ধেয়ে আসে কটাক্ষ। অনেকেই ব্যঙ্গের সুরে বলতে থাকেন, “জাহ্নবী জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মাহাত্ম্য এক করে ফেলেছেন। বুঝে উঠতে পারছেন না, কী করবেন।” এক নিন্দক খোঁচা দিয়ে বলেন, “আমি সকল বলিউড তারকার কাছে অনুরোধ করছি, নিজেদের ছবির প্রচার করার জন্য দয়া করে হিন্দুদের উৎসবগুলি মাটি করে দেবেন না। দয়া করে উৎসবগুলিকে এবং তাদের গুরুত্বকে ভাল করে বুঝুন।” আর এক নেটাগরিক প্রশ্ন তোলেন, “এঁরা কি নিজেদের সংস্কৃতি সম্পর্তে কিছুই জানেন না?”
বর্তমানে আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচার নিয়ে ব্যস্ত জাহ্নবী। তবে মুক্তির আগেই বিপাকে পড়েছে এই ছবি। আপত্তি এসেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তরফে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তাঁদের পক্ষ থেকে। গির্জার ভিতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ মলহোত্র। কী ভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।