মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। উপলক্ষ? অভিনেতা জিতের জন্মদিন। সন্ধেয় স্বয়ং ‘নায়ক’ পাল্টা উপহার পৌঁছে দিলেন সবার কাছে। ইনস্টাগ্রাম মারফত। সেখানেই তিনি ভাগ করে নিয়েছেন তাঁর আগামী ছবি ‘রাবণ’-এর প্রথম ঝলক। লিখেছেন, ‘জন্মদিনের ফেরৎ উপহার।’ পরিচালক এম এন রাজের এই ছবিতে জিতের বিপরীতে থাকছেন তনুশ্রী চক্রবর্তী। এই প্রথম জিৎ-তনুশ্রী বড় পর্দায় জুটি বাঁধলেন। ছবিতে তিনি পুলিশ আধিকারিক। এ ছাড়াও, থাকছেন নতুন মুখ লহমা ভট্টাচার্য।
টিজারের প্রথম থেকেই টানটান রোমাঞ্চ। ধোঁয়া আর অন্ধকার ভেদ করে আলোর মুখোমুখি রাবণ! হাত ভর্তি ট্যাটু। এক মুখ দাড়ি-গোঁফ। বাঁ দিকের ভ্রূ-তে গভীর কাটা দাগ। বাঁ চোখের মণিও টকটকে লাল! ঠোঁটে ক্রুর হাসি। কালো পোশাকে অভিনেতা যেন বীভৎসতার প্রতিমূর্তি। হাতে ভারী, ধারালো অস্ত্র। টিজার জানিয়েছে, ২০২২-এর ইদে মুক্তি পাবে ‘রাবণ’। প্রযোজনায় জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। নিবেদনে জিৎ ফিল্ম ওয়ার্কস।