Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

ছবির শ্যুটিংয়ে আহত জন আব্রাহাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:৩৩
জন আব্রাহাম।

জন আব্রাহাম।

বারাণসীতে ‘সত্যমেব জয়তে ২’ ছবির শ্যুটিং করতে গিয়ে বৃহস্পতিবার আহত হলেন অভিনেতা জন আব্রাহাম। চিকিৎসার জন্য চিতিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান অভিনেতা।

জানা যাচ্ছে, অভিনেতার হাতের এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট বলছে, কোনও গুরুতর চোট পাননি অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। জনকে দেখতে অনুরাগীরা হাসপাতালের বাইরে রীতিমত ভিড় জমিয়েছিলেন। ইতিমধ্যেই জনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে জন মন দিয়ে তাঁর হাতের এক্স-রে প্লেটের দিকে তাকিয়ে দেখছেন, আবার ভিড় কাটিয়ে হাসপাতাল থেকে বাইরে বেরনোর সময়ও লেন্সবন্দি করা হয় অভিনেতাকে।

লখনউতে প্রায় ২ মাস শ্যুট করার পর বুধবার বারাণসী এসে পৌঁছেছিলেন জন। সেখানে চেত সিং ফোর্ট-এ শ্যুটিং চলছিল। শ্যুটিং চলাকালীনই আহত হন অভিনেতা। এই ছবিতে জনের সঙ্গে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার, অনুপ সোনি, হর্ষ ছায়ার মতো তারকারা। ছবিটি পরিচালনা করছে মিলাপ জাভেরি। ২০১৮ সালে ছবির প্রথম পার্টের পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।

আরও পড়ুন: বড়দিনে রবীন্দ্রনাথের গানে মিমি লিখলেন তাঁর নতুন প্রেমকাব্য

আরও পড়ুন: বড়দিনে রাজ-শুভশ্রীকে সান্তাক্লজের উপহার ইউভান?

Advertisement

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement