Advertisement
E-Paper

ভূতের খোঁজে শহরছাড়া কাঞ্চন-স্বস্তিকা, মানসী-শ্রুতি! সঙ্গী মিমি-বনি-সোহমও, কোথায় গেলেন?

উইন্ডোজ় প্রযোজনা সংস্থার আগামী শীতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। চার নায়ক-নায়িকার নাম প্রকাশ্যে। আর কারা অভিনয়ে আছেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৫২
ভূতের খোঁজে বাংলার একঝাঁক তারকা!

ভূতের খোঁজে বাংলার একঝাঁক তারকা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শনিবার সকাল থেকে একে একে বিমানবন্দরে বাংলার প্রথম সারির তারকা-অভিনেতারা। আকাশে মেঘ। যখন-তখন বৃষ্টি। তবু প্রত্যেকের মুখ উজ্জ্বল, ঝলমলে। মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, কাঞ্চন মল্লিক, মানসী সিংহ, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মঞ্চের উজান চট্টোপাধ্যায়, বিমল গিরি— চললেন লাভা। আগামী চার দিন থাকবেন পাহাড়ি হোটেলে। কুয়াশামাখা পাহাড়ি পথে ঘুরে বেড়াবেন।

তাইল্যান্ডে ‘রক্তবীজ ২’-এর দু’টি গানের দৃশ্যের শুটিংয়ের পর তারকা-অভিনেতাদের নিয়ে ফের শহরের বাইরে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। এঁরা প্রত্যেকে উড়ে গিয়েছেন শীতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিংয়ে। ছবির দু’জোড়া নায়ক-নায়িকার নাম ইতিমধ্যেই প্রকাশিত। আর কারা থাকবেন ছবিতে? সেই তালিকাই আনন্দবাজার ডট কমকে লাভা থেকে ফোনে জানালেন ছবির কাহিনি এবং অন্যতম চিত্রনাট্যকার জ়িনিয়া সেন। ছবির নিবেদক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এ ছবি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়। অরিত্র-জ়িনিয়া জুটির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ বা ‘বাবা বেবি ও’ ছবিগুলো যথেষ্ট জনপ্রিয়। ছবিতে প্রস্থেটিক রূপটান থাকবে। রূপটানের দায়িত্বে পাপিয়া চন্দ। জ়িনিয়া বলেন, “রবিবার থেকে শুটিং শুরু। চার দিন স্থানীয় হোটেল, কুয়াশামাখা পাহাড়ি রাস্তা এবং গভীর জঙ্গলে ক্যামেরাবন্দি হবে ভয়ের কিছু দৃশ্য। তার পর শহরে ফিরে বাকি শুটিং। চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত।” শোনা গিয়েছিল, কলকাতার বিভিন্ন ভূতুড়ে বাড়িতে নাকি ছবির শুটিং হবে? এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জ়িনিয়া। জানিয়েছেন, একটি হোটেলকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। স্টুডিয়োয় তৈরি করে নেওয়া হবে হোটেল।

উইন্ডোজ়ের সঙ্গে ইতিমধ্যেই একাধিক বার কাজ করে ফেলেছেন উপরে বলা অভিনেতারা। মিমি, সোহম, শ্রুতি, মানসী, স্বস্তিকা রয়েছেন সেই তালিকায়। ‘রক্তবীজ ২’-এর গানের দৃশ্যের শুটিং বিদেশে হয়েছে। এই ছবির গানও কি একই ভাবে বিদেশে ক্যামেরাবন্দি হবে? কাহিনিকার জানিয়েছেন, কলকাতার বাইরে গানের দৃশ্যের শুটিং হবে, বিদেশে নয়।

Bhanupriya Bhooter Hotel Mimi Chakraborty Bonny Sengupta Zinia Sen Aritra Mukherjee Windows Productions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy