সঞ্জয় কপূররে মৃত্যু যেন অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকছে। দিব্যি সুস্থ মানুষ গিয়েছিলেন পোলো খেলতে। সেখান থেকে কোথা থেকে একটা মৌমাছি উড়ে এসে ঢুকে গেল সঞ্জয়ের গলায়। শ্বাস নিতে পারছিলেন না, এক মুহূর্ত সময় দেননি। নিমেষে হদ্যন্ত্র বিকল হয়ে পোলো খেলার মাঠে মৃত্যু হয় তাঁর। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে করিশ্মার তাও আট বছর হতে যায়। যদিও দ্বিতীয় বিয়ে করেননি করিশ্মা। তাঁর প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভয় পাচ্ছেন কঙ্গনা রনৌত!
আরও পড়ুন:
এমনিতেই যে কোনও বিষয়েই বরাবর নিজের দৃষ্টিভঙ্গি ও মতামত জানিয়ে থাকেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা। কিন্তু সঞ্জয়ের মৃত্যুর খবরে যেন চমকে গিয়েছেন তিনি। ২০২৫ সালটা নিয়ে এখন যেন একটু ভয় ভয় পাচ্ছেন। কঙ্গনার কথায়, ‘‘খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। ততটাই অবিশ্বাস্য করিশ্মার প্রাক্তন স্বামী পোলো খেলছিলেন। হঠাৎ মৌমাছি এসে গলায় ঢুকে গেল। মানুষটা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। নিমেষে সব শেষ। এ সব ঘটনা দেখে যুক্তি দিয়ে নিজের মনকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু মন বোঝে না। জানি না, ২০২৫-এ আর কী হবে! সকলে সুস্থ থাকুন।’’