বিতর্ক ও কঙ্গনা রনৌত যেন একে অপরের পরিপূরক। বিনোদন থেকে রাজনীতি, যে কোনও বিষয়ে নিজের মতামত জানাতে কুণ্ঠাবোধ করেন না তিনি। এ বার গায়ক জ়ুবিন গার্গের মৃত্যু ছ’দিন পরে তাঁকে নিয়ে কী লিখলেন বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত?
আরও পড়ুন:
জ়ুবিন ও কঙ্গনা— দু’জনেরই বলিউড কেরিয়ার শুরু হয় ২০০৬ সালে, ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এক দিকে কঙ্গনা ওই ছবির নায়িকা, অন্য দিকে জ়ুবিনের কণ্ঠে ‘ইয়া আলি’ গান আসমুদ্রহিমাচল ঝড় তোলে দর্শক হৃদয়ে। গায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জ়ুবিন প্রসঙ্গে নিজের মতামত জানালেন কঙ্গনা। গায়কের ছবি দিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘‘তোমার মতো আর কেউ হতে পারবে না জ়ুবিনদা।’’ যদিও কঙ্গনার আরও একটি ছবি ‘কৃষ ৩’ ছবিতে গান গেয়েছেন জ়ুবিন।
মঙ্গলবার অসমের সোনাপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জ়ুবিনের। এ দিনও হাজার হাজার মানুষ অসমের রাস্তায় নামেন জ়ুবিনকে শেষ দেখা দেখবেন বলে। অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জ়ুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।