বলিপাড়ায় এখন জন্মদিন উদ্যাপনের ধুম। শাহরুখ-কন্যা সুহানা খানের চকোলেট-ময় জন্মদিনের পার্টির পরই এসে পড়ল কর্ণ জোহরের ৫০তম জন্মদিন। যার জন্য নাকি আগেভাগেই দুই তারকা-রন্ধনশিল্পীকে ভাড়া করেছেন 'যুগ যুগ জিয়ো'-র পরিচালক!
২৫ মে কর্ণের জন্মদিনে বড়সড় পার্টি হবে যশ রাজ স্টুডিয়োতে। শোনা যাচ্ছে, রকমারি খাবার এবং মিষ্টির পাত সাজাতে কসুর করবেন না পেশাদার রাঁধুনি মরুৎ সিক্কা এবং হর্ষা কিলাচাঁদ।