Advertisement
E-Paper

বিয়ে না করে সারোগেসির মাধ্যমে বাবা হবে কর্ণ, ছেলের কথা শুনে প্রতিক্রিয়া দেন পরিচালকের মা

বছর দশেক আগে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক তাতে কি আদৌ মত ছিল মা হিরু জোহরের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৭:৫৩
(বাঁ দিকে) হিরু জোহর। (ডান দিকে) কর্ণ জোহর।

(বাঁ দিকে) হিরু জোহর। (ডান দিকে) কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

২০১৭-র ৭ ফেব্রুয়ারি সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছিলেন কর্ণ জোহর। ছেলের নাম যশ, মেয়ের নাম রুহি। জন্মের পর প্রায় ছয় মাস লোকচক্ষুর আড়ালেই রাখেন দুই সন্তানকে। তবে ধীরে ধীরে সমাজমাধ্যমের পাতায় জনপ্রিয় হয়ে ওঠে যশ-রুহি জুটি। কথায় কথায় তাঁরা বাবা কর্ণকে অপদস্থ করে, কখনও আবার খুনসুটিতে মেতে ওঠে। কিন্তু একা পুরুষ হয়ে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক, তাতে কি আদৌ মত ছিল মা হিরু জোহরের!

পর্দায় একের পর এক প্রেমের কাহিনি বুনেছেন। ঝুলিতে অজস্র হিট ছবি। সঙ্গে তারকা-সন্তানদের ঘিরে স্বজনপোষণের অভিযোগ। সফল কেরিয়ার পেরিয়ে তবু বার বারই চর্চায় উঠে এসেছে কর্ণ জোহরের একান্ত ব্যক্তিগত জীবন। তিনি তাঁর যৌন অভিরুচি নিয়ে মুখ খুলেছেন তাঁর বই ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে । তবে এক সময় তোলপাড় ফেলেছিল বলিউডের ‘বাদশা’র সঙ্গে তাঁর যৌন সম্পর্কের রটনা। পরে যা পুরোপুরি গুজব বলেই উড়িয়ে দেন জনপ্রিয় পরিচালক। শুধু শাহরুখ খান নন, পাকিস্তানি অভিনেত্রী ফাওয়াদ খান থেকে শুরু করে সিদ্ধার্থ মলহোত্র, পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছি বিভিন্ন সময়। তবে এখনও তিনি ‘সিঙ্গল’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একাকিত্বের কথা, জীবনে ভালবাসার মানুষের অভাব বোধ করেন বলেই জানান কর্ণ। তবে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রায় বছর দশেক আগে। সেই সময় তাঁর মা তাঁকে জিজ্ঞেস করেন, কী করতে চান ভবিষ্যতে? কর্ণ তাঁর মাকে জানান, তিনি বিয়ে করবেন না কিন্তু বাবা হতে চান, সারোগেসির মাধ্যমে বাবা হবেন, আপত্তি করেননি কর্ণের মা হিরু। বরং খুশি মনেই ছেলের সিদ্ধান্ত সমর্থন করেন।

Karan Johar Bollywood Director entertainment news Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy