গত কয়েকমাস ধরে একেবারে অন্য রকম ঠাওর হচ্ছেন কর্ণ জোহর। এর আগে পরিচালকের বরাবরই ভারী চেহারা ছিল। মাস কয়েক ধরেই বিমানবন্দরে হোক কিংবা কোনও অনুষ্ঠানে, কর্ণকে দেখে তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনুরাগীরা। দিন দিন যেন ওজন কমে যাচ্ছে পরিচালকের। অবস্থা এমন জায়গায় ঠেকেছে যে নেটপাড়া থেকে তারকা মহলে ফিসফাস, কেন কমছে কর্ণের ওজন? সম্প্রতি জয়পুরে বলিউডের এক অনুষ্ঠানে হাজির হন কর্ণ। সেখানেই নির্মাতাকে তাঁর দ্রুত গতিতে ওজন কমে যাওয়ার নেপথ্য কারণ জিজ্ঞেস করা হয়। জবাবে কারণ প্রকাশ্যে আনলেন পরিচালক।
আরও পড়ুন:
অক্টোবর মাসে কর্ণ জোহরের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিগরা’। সেই ছবির প্রচারের জন্যই কপিল শর্মা সঞ্চালিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কর্ণ। কর্ণের চেহারা দেখে মশকরা করে কপিল তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘‘আপনি কি ‘জিগরা’ ছবির নায়ক? আপনার এমন অবস্থা হয়েছে কেন?’’ এই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি কর্ণ। বরং মশকরা করে সেই উত্তরটি এড়িয়ে যান বলি পরিচালক। তার পর নেটপ্রভাবী হর্ষ গুজরালও কর্ণের ওজন কমে যাওয়ার নেপথ্য কারণ জানতে চান। অনেকের আশঙ্কা, কর্ণ অসুস্থ। অবশেষে নীরবতা ভাঙলেন প্রযোজক। তিনি বলেন, ‘‘অসুস্থ নই, আমি স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। শরীরচর্চা করি যাতে সুন্দর লাগে দেখতে।’’ কিন্তু শুধুই কি জিভে লাগাম দিয়ে এমন চেহারা করেছেন, নাকি করিয়েছেন কোনও অস্ত্রোপচার? প্রশ্ন শুনেও কৌশলে এড়িয়ে গিয়েছেন কর্ণ।