২০১২ সালে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। যদিও বছর দুইয়ের মাথায় সেই বিয়ে ভাঙে। কর্ণ এর পরে বিপাশা বসুকে বিয়ে করেন। তবে সেই থেকে ‘সিঙ্গল’ জেনিফার। এই আবহে গুঞ্জন, কর্ণ ওয়াহিকে নাকি এ বার বিয়ে করতে চলেছেন জেনিফার। সত্যিই কি তাই?
দু’বছর সংসার করার পরে ২০১৪ সালে কর্ণ এবং জেনিফারের বিচ্ছেদ হয়। বলিপাড়ার একাংশের দাবি, বিপাশার সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কর্ণ। সেই কারণেই নাকি বিয়ে ভেঙে বেরিয়ে আসেন জেনিফার। এ বার ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকের সহ-অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি, এমনই গুঞ্জন মুম্বইয়ের টেলিপাড়ায়।
অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন কর্ণ ওয়াহি। নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে লেখেন, ‘‘সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’’ এখানেই শেষ নয়। জেনিফারের সঙ্গে একটি ‘রিল’ পোস্ট করে কর্ণ আরও লেখেন, ‘‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’’ এক কথায় জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে জল ঢাললেন অভিনেতা।