Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ অক্টোবর ২০২১ ই-পেপার

Kareena Kapoor Khan: আমার সন্তান কোথায়! বেড়াতে গিয়ে কনিষ্ঠ পুত্রের খোঁজ করিনার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৭ সেপ্টেম্বর ২০২১ ১২:১৭
করিনা  কপূর খান।

করিনা কপূর খান।

আমার সন্তান কোথায়?

সকাল সকাল আচমকা প্রশ্ন করিনা কপূর খানের। কনিষ্ঠ পুত্র জে-র খোঁজ করছেন তিনি। কিন্তু হঠাৎ কী হল? তাঁর আট মাসের একরত্তি কোথায় চলে গেল?

আসলে কেউ কোত্থাও যায়নি। এ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে করিনার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে। সমুদ্র সৈকতে বসে নিজস্বী তুলেছেন তিনি। কালো রঙের বিকিনি টপের উপর হালকা নীল রঙের শ্রাগ পরেছেন তিনি। করিনার চোখে কালো চশমা। তাঁর পাশেই বাচ্চাদের বসার জন্য ছোট মাপের একটি চেয়ার এবং টেবিল। বুঝে নিতে অসুবিধা হয় না যে কনিষ্ঠ পুত্রের জন্যই বসার আয়োজন করে রেখেছিলেন তিনি। ছবিতে যদিও বসার জায়গায় জে-কে দেখা যাচ্ছে না। অনুরাগীদের সঙ্গে খানিক ঠাট্টা করেই নিজস্বীর সঙ্গে এই প্রশ্ন জুড়ে দিয়েছেন তিনি।

Advertisement
করিনার ইনস্টাগ্রাম স্টোরি।

করিনার ইনস্টাগ্রাম স্টোরি।


দিন কয়েক আগে দুই পুত্র তৈমুর এবং জে-র সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন ‘সইফিনা’। সম্ভবত সেই সময়েরই ছবি পোস্ট করেছেন করিনা। ইতিমধ্যেই আবার সপরিবার ঘুরতে গিয়েছেন তিনি। তবে গন্তব্য নিয়ে এ বার মুখ খোলেননি করিনা।

আরও পড়ুন

Advertisement