লোলো আর বেবো। কপূর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচে-কানাচে। পরস্পরকে চোখে হারান তারা। স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন করিনাকে দিদির পাশে থাকতে দেখা গিয়েছে। সময়ে-অসময়ে কখনও দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি বোন করিনাকে। তাই বলে, দুই বোনের খুনসুটি যে একেবারেই ছিল না, এমনটা নয়। করিনার কাছ থেকেই জানা গিয়েছে ছোটবেলায় দু’বোনের খুনসুটির কথা।মুম্বইয়ে এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, ছোটবেলার কথা। দাদু রাজ কপূরের বেশি আদরের ছিল দিদি করিশ্মা। কেন দাদু দিদিকে বেশি ভালবাসেন— এটাই ছিল বেবোর অভিমান।