ছোট পর্দা ছাড়ছেন রোহন ভট্টাচার্য। এই গুঞ্জন থামতে না থামতেই নতুন চর্চা অভিনেতাকে নিয়ে। পর্দার ‘দীপু মাস্টার’ নাকি বাড়ি ছেড়ে ছেলেদের হস্টেলে গিয়ে উঠছেন। তাও আবার একা নন। তাঁর সঙ্গী কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স=প্রেম’ খ্যাত অনিন্দ্য সেনগুপ্ত! রোহনকে নিয়ে আবার এ রকম রটনা কেন?
আনন্দবাজার অনলাইনকে এর আগেই অভিনেতা জানিয়েছিলেন, হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজে অভিনয় করছেন তিনি। বয়েজ হস্টেলের নানা কাণ্ড উঠে আসবে এই গল্পে। সেই সিরিজেই রোহনের সঙ্গে দেখা যাবে কাঞ্চন, অনিন্দ্যকেও। পুরুষদের হস্টেল নিয়ে এর আগে বড় পর্দায় ছবি হয়েছে। দীনেন গুপ্তর ‘বসন্ত বিলাপ’ তার উদাহরণ। ওয়েব প্ল্যাটফর্মে এখনও বিষয়টি নতুন। এ বার তারই ঝলক উঠে আসবে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আগামী সিরিজে।