করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে তরজা থামছে না। ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে নাকি করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা। সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, ‘ওদের আর কত চাই?’ এ বার পাল্টা দিলেন করিশ্মার আইনজীবী।
করিশ্মার আইনজীবী মহেশ জেঠমালানির বক্তব্য, কোনও রকমের আর্থিক বোঝাপড়া হয়নি। ৩০ হাজার কোটির মধ্যে মাত্র ১৯০০ কোটি টাকার সম্পত্তি কিয়ান ও সামাইরাকে দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। প্রিয়া সচদেব নাকি সম্পত্তির দলিল প্রকাশ্যে আনছেন না বলেও দাবি করেছেন তিনি।
কিছু দিন আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সামাইরা ও কিয়ান। তাঁদের অভিযোগ প্রিয়া নাকি দলিল জাল করার চেষ্টা করেছেন। সব সম্পত্তি দখল করার পরিকল্পনা করেছেন সঞ্জয়ের স্ত্রী। এর পরেই প্রিয়ার আইনজীবী জানিয়েছিলেন করিশ্মার দুই সন্তানদের জন্য লিখে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকার সম্পত্তি।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে করিশ্মার আইনজীবী সংবাদমাধ্যমকে বলেন, “সম্পত্তির পরিমাণ ৩০ হাজার কোটি, আর ওরা পাচ্ছে ১৯০০ কোটি! এমন বোঝাপড়ার কোনও অর্থ হয় না। মা, তিন সন্তান ও স্ত্রী প্রিয়া— সঞ্জয়ের সম্পত্তি এদের মধ্যে সমান ভাবে ভাগ হওয়ার কথা। দলিল কেন দেখাচ্ছেন না প্রিয়া সচদেব? বাচ্চাদের (কিয়ান ও সামাইরা) যা প্রাপ্য, তা তাঁরা পাচ্ছে না। সান্ত্বনা দেওয়ার মতো অর্থ দেওয়া হচ্ছে ওদের।”
আইনজীবীর স্পষ্ট বক্তব্য, এই সম্পত্তি সঞ্জয় কপূরের। প্রাপ্য চাওয়া হচ্ছে। কোনও অতিরিক্ত সুবিধা চাওয়া হচ্ছে না করিশ্মার সন্তানদের তরফ থেকে। তাঁর প্রশ্ন, “ওদের মাত্র ১৯০০ কোটি টাকা দিয়ে বাকি ২৮ হাজার কোটি কি নিজে ভোগ করতে চাইছেন প্রিয়া সচদেব?”
সঞ্জয় কপূরের মাও দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরও দাবি, প্রিয়া সচদেব সমস্ত সম্পত্তি দখল করতে চাইছেন।