মে মাসে মেট গালার মঞ্চে শেষ বার ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। তার পর থেকে আর দেখা যায়নি তাঁকে। যদিও সমাজমাধ্যমে নিজের বেবিমুনের বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের ফোটোশুটের যে চল রয়েছে, তেমন কিছু এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি কিয়ারা।
আরও পড়ুন:
চলতি বছর মার্চ মাসে প্রথম বার জানান, তিনি মা হতে চলেছেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে হাসপাতালে ঢুকলেন কিয়ারা। যদিও অভিনেত্রী মুখ দেখা যায়নি। কারণ, এ দিনও তা ঢাকা ছিল ছাতায়। গত কয়েক মাস ধরেই ছাতা দিয়ে চেহারা ঢাকছেন। অনেকেই বলছেন সিড-কিয়ারার সংসারে নতুন অতিথি আসন্ন। আর কিছু সময়ের অপেক্ষা।
ঢিলেঢালা হলুদ শার্ট পরে হাসপাতালে ঢোকেন তিনি। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নাকি স্ত্রীর সমস্ত ছোটখাটো ইচ্ছে পূরণের চেষ্টা করেছেন স্বামী সিদ্ধার্থ। খানিকটা উদ্বেগের ছাপ দেখা গিয়েছে তাঁর চোখেমুখে। যদিও কিয়ারার শাশুড়ি মায়ের মুখে হাসির ছটা। দিল্লির ছেলে সিদ্ধার্থ। এমনিতেই বিয়ের পর থেকে মুম্বই–দিল্লি যাতায়াত লেগেই থাকত কিয়ারার। এ বার ছেলের সন্তান হওয়ার খুশিতে আগেভাগেই মুম্বই এসে পৌঁছেছেন সিদ্ধার্থের মা। হাসপাতালের বাইরে দেখা গিয়েছে কিয়ারার বাবাকেও।