নীলের মন মজেছে পুরনো প্রেমে! হ্যাঁ। শোনা যাচ্ছে, কৃষ্ণকলির নিখিল এখন ডুবে ডুবে জল খাচ্ছেন। তবে প্রেমিকাটি কে?
উত্তর পেতে গেলে ২০১৫-তে তাঁদের ধারবাহিক ‘ঠিক যেন লাভ স্টোরি’-র গান ‘স্বপ্নের দেশ ঘুরে ঘুরে একশেষ’-এ ফিরে যেতে হয়। ফ্ল্যাশব্যাকে আসে ঈশা আর আদির লাভ স্টোরি। অর্থাৎ, নীল ও সৈরিতির অনস্ক্রিন রসায়ন। সিরিয়াল শেষ সেই কবেই। কিন্তু পুরনো প্রেম কি আর এত সহজে ভোলা যায়! নীলও ভোলেননি। তাই ঈশা আর আদির খুনসুটি আবার ফিরে এল। এ বার অন্য ভাবে।
ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে আছেন সৈরীতি। হঠাৎই হাত ধরলেন নীল। মজা করেই হাল্কা ‘ফ্লার্ট’ করে বললেন অক্ষয় কুমারের সংলাপ। চোখে নায়কের দুষ্টুমি দেখলেন নায়িকা। ঠোঁটে তাঁর মিষ্টি হাসি। পুরনো প্রেম ঠিক যখন জমে উঠেছিল, তখনই তাল কাটল!