Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Celeb Gossip

আন্দামানের নীল রঙে মজলেন সিরিয়ালের খলনায়িকা? কখন ‘কে আপন কে পর’ হয়, বোঝা কঠিন

হাতে সাত দিনের ছুটি। আর একটু ফাঁক পেয়েই সমুদ্রপারে বেড়াতে গেলেন টেলিপাড়ার সুন্দরী খলনায়িকা। নিন্দকেরা বলছেন, এ বার নাকি নতুন নায়কের প্রেমে মজেছেন তিনি।

ছুটি কাটাতে সমুদ্রপারে জনপ্রিয় নায়িকা, সঙ্গী টেলিপাড়ার উঠতি নায়ক।

ছুটি কাটাতে সমুদ্রপারে জনপ্রিয় নায়িকা, সঙ্গী টেলিপাড়ার উঠতি নায়ক। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:৩৬
Share: Save:

স্টুডিয়োপাড়ায় নতুন প্রেমের গন্ধ। অভিনেত্রী হলেন টলিপাড়ার অন্যতম সুন্দরী খলনায়িকা। তিন বোনের সিরিয়ালে বড় দিদির চরিত্রে দর্শক বেশ ভালবাসাও দিচ্ছেন। যাঁর ‘গাঁটছড়া’ নিয়ে বেশ টানাটানি গোটা সিরিয়াল জুড়েই। ক্রিসমাসের ছুটি পেয়েছিলেন সাত দিনের। কয়েক দিনের ছুটি পেয়েই বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। এই কয়েক দিনের ছুটিতে আন্দামান পাড়ি দেন তিনি। সমুদ্রপারে বেড়ানোর ছবি মাঝেমাঝেই পোস্টও করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে গিয়ে অবশ্য দুর্ঘটনাও ঘটিয়েছেন। এ বার প্রশ্ন হল টলিপাড়ার এই সুন্দরী খলনায়িকার সমুদ্রপারে ঘুরতে যাওয়ার সঙ্গী কে?

অনেকেই যেমন জিজ্ঞাসা করছেন, এত সুন্দর সুন্দর ছবি তাঁকে তুলে দিচ্ছে কে? কানাঘুষো খবর, সঙ্গী টেলিপাড়ারই আরও এক নায়ক। বলা যেতে পারে, উঠতি নায়ক। আসলে কখন ‘কে আপন কে পর’ হয়ে যায়, বোঝা যায় না। মাঝেমাঝেই একে অপরের ইনস্টাগ্রামে মন্তব্যও করেন। নায়কের ইনস্টাগ্রামে ঢুঁ দিলেও দেখা যাবে, তেমনই সমুদ্রপারের ছবি। নীল আকাশ যেন নীল জলের সঙ্গে মিলেছে। এই রঙের সঙ্গে আবার নায়কের নামেরও বেশ মিল রয়েছে।

নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও অবশ্য কাটাছেঁড়া কম হয়নি। মাঝে অবশ্য কোনও এক ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে ভাল বন্ধু বলে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তা হলে এখন কি নীল রঙেই মজেছে নায়িকার মন? সেই হদিস পাওয়া বেশ কঠিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE