Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Madhumita Sarcar

মেকআপ ভ্যান নয়, দুর্গম জঙ্গল-নদী-পাহাড়ই তাঁর দুনিয়া

সোলো ট্রিপ তিনি এর আগেও করেছেন। একা একা পাহাড়ের বুকে ঘুরে বেরিয়েছেন তিনি।

মধুমিতা সরকার।

মধুমিতা সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৪:৪২
Share: Save:

বোহেমিয়ান মধুমিতা সরকার! হাতে লাঠি নিয়ে জঙ্গল, নদী, পাহাড় পেরিয়ে গট গট করে এগিয়ে চলেছেন অভিনেত্রী।

অ্যাডভেঞ্চারের প্রতি যে এই টলি নায়িকার বেশ টান রয়েছে তা তাঁর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘুরে এলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

সোলো ট্রিপ তিনি এর আগেও করেছেন। একা একা পাহাড়ের বুকে ঘুরে বেরিয়েছেন তিনি। শ্যুটিং থেকে কয়েক দিনের বিরতি পেলেই তিনি বেরিয়ে পড়েন বুনো গন্ধের টানে।

সম্প্রতি পোস্ট করলেন নতুন রিল ভিডিয়ো। ক্যামেরায় ধরা পড়েছেন বোহেমিয়ান মধুমিতা। ক্যামেরার পিছনে এক ভদ্রলোক। হিন্দি ভাষায় তিনি বেশ চমৎকার ধারাবিবরণী দিচ্ছেন। বোঝা গেল, তিনি মধুমিতার গাইড।

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

কীসের ধারাবিবরণী? দেখা গেল, টলি পাড়ার অন্যতম বিখ্যাত নায়িকা তাঁর সমস্ত গ্ল্যামার ছেড়ে জঙ্গলের বুকে লাঠি হাতে একটি নদী পার করছেন। ক্যাপশনে তিনি নিজেই জানিয়েছেন, এই নদীটি বেশ দুর্গম ছিল। কিন্তু তাতেও জলের উপরের বোল্ডার থেকে বোল্ডারে পা রেখে রেখে অনায়াসেই নদীর অন্য পাড়ে গিয়ে দাঁড়ালেন তিনি।

ট্রেকিং শেষে গাইডের কাছ থেকে পিঠ চাপড়ানি পেয়ে বড্ড খুশি তিনি। সেই আনন্দে জঙ্গলে কুড়িয়ে পাওয়া একটি অ্যাভোকাডো ফল উপহার দিলেন গাইড ভদ্রলোককে।

এর আগেও তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। 'গলি বয়' ছবির একটি গান পিছনে বাজছে আর সবুজ পাহাড়ের মাঝে মধুমিতা তাঁর পছন্দের দুনিয়ার একটা ঝলক দেখাচ্ছেন।

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন: ইনস্টাগ্রামে ৩ মিলিয়ন ফলোয়ার অঙ্কিতার, 'সুশান্তের জন্যই সম্ভব', কটাক্ষ নেটাগরিকদের

আরও পড়ুন: নতুন অতিথির জন্য ‘ড্রিম হোম’ সাজাচ্ছেন করিনা, শেয়ার করলেন অন্দরমহলের ছবি​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhumita Sarcar Actress Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE