Advertisement
E-Paper

জন্মদিনে নতুন সিরিজ়ের ঝলক প্রকাশ্যে, মিমি কি এ বার ‘ডাইনি’র ভূমিকায়? জানালেন পরিচালক

মঙ্গলবার মিমি চক্রবর্তীর জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ওয়েব সিরিজ়ের পোস্টার। অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭
Makers have revealed the first look poster of Dainee starring Mimi Chakraborty

(বাঁ দিকে) পরিচালক নির্ঝর মিত্র। অভিনেত্রী মিমি চক্রবর্তী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার জন্মদিনেই তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজ়ের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। মিমি চক্রবর্তীর মুখে রক্ত, হাতে কাটারি! অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজ়ের নাম ‘ডাইনি’। অনেকেরই মনে প্রশ্ন, অভিনেত্রীকে কি তা হলে এ বার ডাইনির চরিত্রে দেখা যাবে?

প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে সিরিজ়ের পরিচালক নির্ঝর মিত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচালক জানালেন, সকাল থেকেই সমাজমাধ্যমে এই সিরিজ় নিয়ে নানা মত তাঁর নজরে এসেছে। নির্ঝর বললেন, ‘‘আমার সিরিজ়ে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ় তারই বিরোধিতা করবে।’’

সংবাদমাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তার পর সিরিজ় তৈরির সিদ্ধান্ত নেন। জানালেন, ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনও আমাদের রাজ্যে কোনও আইন তৈরি হয়নি। গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজ়ের শুটিং সেরেছেন পরিচালক। বললেন, ‘‘উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে। তখন চা-বাগানে এ রকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি।’’

এই সিরিজ়ের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন নির্ঝর। বললেন, ‘‘বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ়’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ ছবিটার কথা মনে পড়ছে।’’ উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ়। গল্প এখনই খুলে বলতে নারাজ পরিচালক। মিমির চরিত্রটি কী রকম? পরিচালকের হেঁয়ালি, ‘‘এটুকু বলতে পারি, মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি।’’ নির্ঝরের দাবি, পোস্টারের মতোই সিরিজ়ে মিমিকে নতুন ভাবে আবিষ্কার করবেন দর্শক।

সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা।

Mimi Chakraborty Dainee Bengali web series Bengali Actress Tollywood News Nirjhar Mitra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy