কনফার্মড। সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা এবং অর্জুন কপূর। অবশেষে এই সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন মালাইকা।
বৃহস্পতিবার অর্জুনের জন্মদিন। ৩৪ বছরে পা দিলেন তিনি। তাঁর সঙ্গে নিজের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন মালাইকা। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। আমার পাগলাটে, মজার অর্জুন। সব সময়ের জন্য ভালবাসা আর আনন্দ।’
দিন দুয়েক আগে গভীর রাতে মুম্বই বিমানবন্দরে পাপারাত্জিদের ফ্রেমবন্দি হয়েছিলেন অর্জুন-মালাইকা। কোথায় যাচ্ছেন, সে সময় তা নিয়ে মুখ খোলেননি। তবে অর্জুনের জন্মদিন সেলিব্রেট করতেই তাঁরা দেশের বাইরে গিয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা ব়ড অংশ।
১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭-য় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে নাকি সুসম্পর্ক রয়েছে মালাইকার।
আরও পড়ুন, বলিউডের কোন নায়িকারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু জানেন?
Happy bday my crazy,insanely funny n amazing @arjunkapoor ... love n happiness always
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।