‘বিক্রম’-এর রেকর্ড ভেঙে দিল ‘পোন্নিয়িন সেলভান ১’।
প্রথম সপ্তাহে লভ্যাংশ ছুঁয়েছিল ৩০০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহের শেষে ৪০০ কোটিরও বেশি! কমল হাসন অভিনীত ‘বিক্রম’-এর রেকর্ড ভেঙে দিল ‘পোন্নিয়িন সেলভান ১’।
চলতি বছর ৩ জুন মুক্তি পাওয়া ছবি ‘বিক্রম’ বিশ্ব ঘুরে মোট আয় করেছিল ৪৪২ কোটি টাকা। সে ছবির সর্বকালীন সংগ্রহ ছাপিয়ে মাত্র দু’সপ্তাহেই ৪৫০ কোটি ছুঁই ছুঁই মণি রত্নমের ছবি। দক্ষিণের সবচেয়ে বড় মাল্টিস্টারার ‘পোন্নিয়িন সেলভান ১’-এর নির্মাণও বেশ জাঁকজমকপূর্ণ। সবচেয়ে ব্যয়বহুল তামিল ছবিগুলির তালিকায় স্থান করে নিয়েছে এটি।
ছবিতে তারকাদের হাট। চিয়ান বিক্রম থেকে শুরু করে কার্তি, জয়ম রবি, ঐশ্বর্যা রাই বচ্চন, ত্রিশা, শোবিতা ধুলিপালা— কে নেই! পরিচালক মণি রত্নম সবাইকে ইতিহাসের পটভূমিতে এনে ফেলেছেন। প্রযোজকরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন দ্বিতীয় সপ্তাহের শেষে ছবিটি ৪০০ কোটিরও বেশি আয় করেছে। আগে যে কৃতিত্বের অধিকারী ছিল ‘বিক্রম’। প্রতিবেদন অনুসারে, একই বছরে দু’টি ব্লকবাস্টার মুক্তি পাওয়া দক্ষিণেও এক বিরল ঘটনা, তা-ও চার মাসের ব্যবধানে! শুধু তা-ই নয়, নির্মাতারা আশাবাদী যে, ২০২৩ সালে মুক্তি পেতে চলা ‘পোন্নিয়িন সেলভান ২’ প্রথম কিস্তির রেকর্ড ভাঙবে। আগামী গ্রীষ্মে সিনেমাহলে ঝড় তুলবে সিক্যুয়েল। মণি এর আগে নিশ্চিত করেছিলেন যে, প্রথম সিনেমার ছয় থেকে নয় মাসের মধ্যে পরেরটি মুক্তি পাবে।
গত ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড়— এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’। ছবির মূল আখ্যান আবর্তিত হয়েছে দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের ওঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াই সেলুলয়েডে পুনরুজ্জীবিত করে তুলেছেন মণি। যাকে বাস্তবায়িত করতে বাজেট অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তবে পরিশ্রম সার্থক বলে মনে করছেন নির্মাতারা। পরিসংখ্যান বলছে, ‘পোন্নিয়িন সেলভানভ ১’-ই প্রথম তামিল ছবি, যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা তুলে আনতে পেরেছে। বাকি রেকর্ডও অচিরেই ভেঙে ফেলবে এই ছবি— এমনই আশা করছেন প্রযোজকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy