বাংলাদেশের চিত্রনায়ক নীরবের বিপরীতে সে দেশের একটি মিউজিক ভিডিয়োয় কাজ করলেন মিমি চক্রবর্তী। টি এম রেকর্ডস থেকে নতুন ইংরেজি বছরের শুরুতেই প্রকাশিত হতে চলেছে গানের ভিডিয়ো।
নীরব-মিমির এই মিউজিক ভিডিয়োতে গান গেয়েছেন আরিফিন রুমি। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। গানটি লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তাপসেরই। পোশাক ও স্টাইল পরিকল্পনা করেছেন ফারজানা মুন্নী। ভিডিয়োটির নির্মাতা প্রখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।