নির্বাচনী প্রচারে এসেও দর্শকের অনুরোধে বহু বার গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। নিজের ছবি ‘মন জানে না’-র ‘কেন যে তোকে’ গানটির ‘রি-প্রাইসড ভার্সন’ গেয়ে কুড়িয়েছেন নেটিজেনদের প্রশংসা। কথা হচ্ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে সল্টলেকের পিএনবি ব্লকে আরও এক বার ওই গানটি গেয়ে আসর জমালেন অভিনেত্রী। মিমি ছাড়াও ওই পুজোয় উপস্থিত ছিলেন নুসরত জাহান-ও।
মিমি চক্রবর্তীর এক ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, হলুদ রঙা শিফন শাড়িতে উজ্জ্বল মিমি। হাতে মাইক নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গাইছেন গান। কোথাও বিন্দুমাত্র জড়তা নেই।
আরও পড়ুন- গণেশের সঙ্গে খেলল সুদীপার ছেলে আদিদেভ!
আরও পড়ুন- ঠিক করেছি ছেলেদের আমার তৈরি গয়না পরাবোই: সুজয়প্রসাদ
কয়েক দিন আগেই অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মিমি জানিয়েছিলেন, অবশেষে তিনি তাঁর ‘ড্রিম প্রজেক্ট’, অর্থাৎ নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরছেন দর্শকের দরবারে। সেই প্রজেক্টের ফার্স্টলুক প্রকাশ্যে এনে মিমি লিখেছিলেন,‘মাসের পর মাস শেষ না হওয়া মিটিং এবং বিনিদ্র রজনী কাটিয়ে অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের ঝলক সামনে নিয়ে এলাম।’
বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই ইউটিউব চ্যানেলে নিজের গলায় গান গাইবেন অভিনেত্রী। অবশ্য গান ছাড়াও আর কী কী প্রজেক্ট অপেক্ষা করছে দর্শক-শ্রোতাদের জন্য সে বিষয়ে এখনও কিছু খোলসা করে জানাননি মিমি।