Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Tiger 3

টিকিটের দামেই ‘পাঠান’কে টেক্কা টাইগারের! কত টাকায় বিকোচ্ছে সলমনের ছবির টিকিট?

ছবিমুক্তির আর এক সপ্তাহও বাকি নেই। টিকিটের অগ্রিম বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। টিকিটের দামের নিরিখে নাকি ‘পাঠান’-কে রীতিমতো টেক্কা দিচ্ছে ‘টাইগার ৩’।

Most Expensive ticket for Salman Khan, Katrina Kaif’s Tiger 3 costs more than two thousand rupees in Mumbai

ক্যাটরিনা-সলমন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২১:৩৭
Share: Save:

ছবি মুক্তির আর এক সপ্তাহও বাকি নেই। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। অগ্রিম বুকিংয়েই বিক্রি হয়ে গিয়েছে প্রায় আড়াই লক্ষ টিকিট। যা থেকে মুক্তির আগেই ‘টাইগার ৩’-এর ঝুলিতে এসেছে প্রায় আট কোটি টাকা। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’-এর মতো ছবির ক্ষেত্রে টিকিটের অগ্রিম বুকিংয়ের দিকেই আজকাল বেশি ঝোঁকেন নির্মাতারা। ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহকে কাজে লাগানোর ফলে ব্যবসায়িক দিক থেকেও লাভবান হন তাঁরা। শুধু বিপুল সংখ্যক টিকিট বিক্রিই নয়, টিকিটের দাম ঊর্ধমুখী হওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে ছবি দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ অনুরাগীরা। যেমন, মুম্বইয়েই ১৪৫০ টাকা দামে বিক্রি হয়েছিল ‘পাঠান’-এর। এ বার সেই নজিরকে টেক্কা দিল সলমনের ‘টাইগার ৩’। মু্ম্বইয়ের প্রেক্ষাগৃহে ২১০০ টাকা দামেও দেদার বিকোচ্ছে সলমনের ছবির টিকিট।

গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘টাইগার ৩’ ছবির টিকিটের অগ্রিম বুকিং। মুম্বইয়ের ওরলিতে একটি শপিং মলের প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে সলমনের ছবির টিকিট। মুম্বইয়ে সর্বোচ্চ ১৪৫০ টাকায় টিকিট বিক্রি হয়েছিল ‘পাঠান’-এর। যদিও নিজের সেই নজিরকে টপকে গিয়েছিলেন শাহরুখ খান নিজেই। ‘জওয়ান’-এর টিকিট ২৩০০ ও ২৪০০ টাকা দিয়েও কিনেছিলেন দর্শক। তবে মায়ানগরীতে যশরাজ ফিল্মসের ছবি হিসাবে শাহরুখকে টেক্কা দিলেন সলমন। যদিও দিল্লিতে ‘পাঠান’-এর টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছিল ২১০০ টাকায়।

আগামী ১২ নভেম্বর দীপাবলির উৎসবে মুক্তি পাচ্ছে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্স তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম ছবি ‘টাইগার ৩’। জনপ্রিয় ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির এই তৃতীয় ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কইফ। ছবিতে খলচরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ইমরান হাশমিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE