জলপাইগুড়ি থেকে প্রচুর অক্সিজেন নিয়ে ফিরেছেন মিমি চক্রবর্তী। লম্বা ছুটি কাটিয়ে কলকাতায় পা দিয়ে সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন সাংসদ তাঁর প্রতিটি কাজে। একুশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি যেমন ছড়িয়ে দিচ্ছেন সামাজিক পাতায় তেমনই যেন এনার্জিতে ফুটছেন নিজেও!
কোনও দিন কলকাতার শীত উপভোগ করতে ভাসছেন গঙ্গার বুকে। কোনও দিন লাল রঙের বডি হাগিং টপ, লেটার ফিনিশড শর্ট স্কার্ট, জ্যাকেটে অগ্নিবর্ণা। তাপ ছড়াতে ছড়াতে পাশ্চাত্য গানের ছন্দে দুলে উঠেছেন। সেই ক্লিপিংস সামাজিক পাতায় ভাল রকমই ভাইরাল। ভিউয়ার্স ৪০ হাজারের উপর।
ব্যাপার কি সাংসদ তারকার? সোশ্যাল পেজ বলছে, এসভিএফ অফিসেও গিয়েছিলেন তিনি। এই ভাইরাল ভিডিয়ো কি নতুন কোনও ছবির টুকরো ঝলক?