ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। ২০১৯ সালে প্রথম বার নিজের এ খবর জানান অভিনেত্রী তথা সমাজকর্মী নাফিসা আলি। সে সময় থেকেই চিকিৎসা চলছে তাঁর। কেমোথেরাপির পর থেকেই বদলে গিয়েছিল অভিনেত্রীর চেহারা। মাথায় এখন আর আগের মতো চুল নেই প্রাক্তন ভারতসুন্দরী নাফিসার। তবে সেই চেহারা নিয়েও আত্মবিশ্বাসী অভিনেত্রী। মাঝে কয়েকটা বছর ভালই ছিলেন। এ বার ফের অসুস্থ হয়ে পড়লেন। ক্যানসার দ্রুত ছড়াচ্ছে তাঁর শরীরে। একেবারে স্টেজ ফোর। এই পর্যায়ে এসে অস্ত্রোপচার আর সম্ভব নয়। তাই দ্রুত শুরু হবে কেমোথেরাপি। যদিও এ অবস্থায় মনের জোর হারাননি অভিনেত্রী।
আরও পড়ুন:
তিনি পেরিটোনিয়াল ক্যানসারে আক্রান্ত। এটি একটি বিরল ধরনের ক্যানসার। পেটের ভিতরের একটি পাতলা ঝিল্লি, অর্থাৎ পেরিটোনিয়ামে সৃষ্ট ক্যানসার, যা প্রায়শই অন্যান্য অঙ্গের ক্যানসার (যেমন ডিম্বাশয়, কোলন) থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে।
নাফিসার তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। মায়ের এমন অবস্থা চিন্তায় তাঁরা। নাফিসা জানান, ছেলেমেয়েরা মাকে প্রশ্ন করছে, তিনি না থাকলে কে থাকবে ওঁদের সঙ্গে? যদিও তিন ছেলেমেয়েকে নিজেদের বন্ধন আরও শক্তপোক্ত করার পরামর্শ দিয়েছেন। তবে ছেলেমেয়েদের নিয়ে অনেকটাই নিশ্চিন্ত তিনি। অসুস্থ হলেও মনের জোর হারাননি।
নাফিসা বলেন, ‘‘পেট সিটি স্ক্যান হয়েছে। এই বয়সে অস্ত্রোপচার সম্ভব নয়। তাই কেমো নিতে হবে। বাঁচতে হবে। কারণ, নিজের জীবনটাকে বড় ভালবাসি আমি।’