Advertisement
২৪ মার্চ ২০২৩
Nawazuddin Siddiqui

আইনি জটে জর্জরিত নওয়াজ়, আরও মামলা দায়েরের হুমকি স্ত্রী আলিয়ার

চর্চার কেন্দ্রে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ। নওয়াজ়ের বিরুদ্ধে আদালতে গিয়েছেন আলিয়া। অভিনেতার বিরুদ্ধে আরও মামলা দায়েরের হুমকি তাঁর।

Photograph of Nawazuddin Siddiqui and Aaliya Siddiqui.

নওয়াজ়ের বিরুদ্ধে আরও মামলার হুমকি স্ত্রী আলিয়ার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২
Share: Save:

এক দিকে দাম্পত্য কলহ। অন্য দিকে আইনি জটিলতা। দাম্পত্য কলহের জল আদালতে গড়ানোয় ফাঁপরে বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। খেতে না দেওয়া, শৌচাগার ব্যবহার করতে না দেওয়া থেকে শুরু করে গার্হস্থ্য হিংসা— অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকি। বাড়ির একটা ঘরে তাঁকে ও তাঁর বাচ্চাদের বন্দি করে রাখার অভিযোগ করে এফআইআর দায়ের করেন আলিয়া। এ বার বম্বে আদালতের দ্বারস্থ হলেন নওয়াজ়ের স্ত্রী। আগামী ২০ ফেব্রুয়ারি আদালতে মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে।

Advertisement

দিন কয়েক আগেই নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকি পুলিশকে অভিযোগ করেন যে, তাঁকে খাবার দেওয়া হচ্ছে না! এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার! বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া। আলিয়ার অভিযোগের ভিত্তিতে নওয়াজ়কে নোটিস পাঠায় আদালত। অন্য দিকে, নওয়াজ়ের মা মেহেরুন্নিসা সিদ্দিকি পুত্রবধূর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আলিয়া বলপূর্বক নওয়াজ়ের বাড়িতে প্রবেশ করেছেন। এমনকি, আলিয়া নওয়াজ়ের স্ত্রী নন বলেও দাবি করেন তিনি। জানা যায়, সেই কারণে নাকি নওয়াজ় তাঁর নিজের বাড়ি ‘নবাব’ ছেড়ে হোটেলে গিয়ে থাকছেন।

২০২০ সালে নওয়াজ় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও তাঁর ভাই শামাশ সিদ্দিকির কাছে প্রহৃত হয়েছিলেন তিনি। তার পর থেকেই আলাদাই থাকতেন তাঁরা। কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন তিনি। কিন্তু আপাতত ফের চর্চায় নওয়াজ় ও আলিয়ার দাম্পত্য কলহ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.