Advertisement
০২ মে ২০২৪
Neena Gupta

শ্যাম বেনেগাল কখনও তাঁকে বড় চরিত্রে ভাবেননি, পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ নীনা গুপ্তের

মনের মতো চরিত্র পাননি কোনও দিন, তবু এখনও অভিনয় করে চলেছেন নীনা। চলতি বছরেও পর পর নতুন ছবি আসতে চলেছে তাঁর। বছরশেষে মুক্তি পাবে নীনা অভিনীত ছবি ‘মেট্রো ইন দিনো।’

Nina\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s anger against Shyam Benegal

মহিলাদের মানুষ ভিন্ন পরিসরে দেখছে, এটা সুলক্ষণ বলেই মত অভিনেত্রীর। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৭
Share: Save:

তাঁকে দেখে মনের জোর পান তরুণ অভিনেতারা। মাসাবা গুপ্তের কাছেও আদর্শ তাঁর মা, অভিনেত্রী নীনা গুপ্ত। তবে নীনার জীবন তো আর মসৃণ নয়। ব্যক্তিগত জীবন নিয়ে হোক কিংবা কেরিয়ার, তাঁর মনের মধ্যে জমে রয়েছে একাধিক আক্ষেপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানালেন, পরিচালক শ্যাম বেনেগাল তাঁকে কখনও গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচন করেননি। শ্যাম পরিচালিত তিনটি ছবিতে অভিনয় করেছেন নীনা। আশির দশকের শুরু থেকে নব্বই দশকের শুরুর কালপর্বে সেই তিনটি ছবি হল— ‘মণ্ডী’ (১৯৮৩), ‘ত্রিকাল’ (১৯৮৫), এবং ‘সুরজ কা সাতওয়া ঘোড়া’( ১৯৯২)। কিন্তু প্রত্যেকটি ছবিতেই নীনা ছিলেন ছোট ছোট দৈর্ঘ্যের চরিত্রে।

নীনা জানান, বাণিজ্যিক ছবিই হোক বা সমান্তরাল ছবি— সে সময়ে প্রধান চরিত্রে সুযোগ পাওয়া কঠিন ছিল। নীনার কথায়, ‘‘ এমন মুখই নির্মাতারা চাইতেন, যাঁদের বাজারমূল্য আছে।’’ এই প্রসঙ্গে অভিনেত্রী শাবানা আজ়মি, স্মিতা পাটিলের নাম টেনে আনেন।

ছকে ফেলা মায়ের চরিত্র বাছাই না-করার বিষয়েও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বাণিজ্যিক ছবির পরিচালক-প্রযোজকদের কাছে পৌঁছনোর কোনও উপায় ছিল না বলেই জানান নীনা। তাঁর মতে, অন্য ধারার ছবিতে মুখ্য চরিত্র পেতেন শাবানা, স্মিতা। একটু কম বাজেটের ছবি হলে দীপ্তি নাভাল। নীনা বলেন, ‘‘আমাদের কোনও সুযোগই থাকত না। শ্যামের ছবিতেও ছোট চরিত্র করেছি। পরিস্থিতি সেখানেও ছিল বাণিজ্যিক ছবির মতো। আসলে এটা ব্যবসা। তাঁরা (পরিচালক-প্রযোজক) এমন মুখই চাইতেন বাজারে যে মুখের কদর আছে।”

এই প্রসঙ্গেই নীনা বলেন, একরঙা ছকে বাঁধা চরিত্র এবং মায়ের চরিত্রের প্রস্তাব বার বার ফিরিয়েছেন তিনি। মহিলাদের মানুষ ভিন্ন পরিসরে দেখছে, এটা সুলক্ষণ বলেই মত অভিনেত্রীর। গত কয়েক দশক ধরে অজস্র ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন নীনা। মাসাবা মাসাবা ( ২০২০) ওয়েব সিরিজ়েও তাঁর কাজ দর্শককে মুগ্ধ করেছে।

এখনও কাজ করে চলেছেন নীনা। এ বছরেও পর পর নতুন কাজ আসতে চলেছে তাঁর। বছরশেষে মুক্তি পাবে নীনা অভিনীত ছবি ‘মেট্রো ইন দিনো।’ ছবির পরিচালক অনুরাগ বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neena Gupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE